সরকার আর কত ভর্তুকি দেবে? : ডিজেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী

দিনকাল বাংলাদেশ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে ডিজেলের দাম রেকর্ড বৃদ্ধি করেছে সরকার। এর ফলে পরিবহনের ভাড়াও বাড়াতে হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে বলেও আশঙ্কা করা হচ্ছে। চলতি মাসে এক লাফে ১৫ টাকা (২৩%) বাড়িয়ে দেওয়া হয় ডিজেলের দাম।

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যখন দাম কমে আমরা কমাই, যখন বাড়ে আমরা বাড়াই। সরকার যতটা সম্ভব ভর্তুকি দিয়ে নিজে বহন করে, যখন দেখা যাচ্ছে যে আর পারা যাচ্ছে না, তখন সবাই মিলে বহন করি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ডিজেলের দাম বৃদ্ধিকে ‘পুরোটাই যৌক্তিক’ বলে দাবি করে বলেন, সরকার আর কত ভর্তুকি দেবে? কিছুটা তো ভোক্তাদের শেয়ার করতেই হবে। সরকারকে আয় করে তারপর ব্যয় করতে হয়। 

 

গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বরাত দিয়ে একজন সাংবাদিক অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন, বাস পরিচালনায় ৪০ শতাংশ খরচ হয় জ্বালানি বাবদ। সেই ক্ষেত্রে জ্বালানির খরচ ২৩ শতাংশ বৃদ্ধির জন্য ভাড়া কেন বেড়ে গেল ২৭ শতাংশ। অনুপাতের হিসাবে এটা তো ১০ শতাংশ বাড়ার কথা।

মুস্তফা কামাল বলেন, আগামী বৈঠকে এর উত্তর দেব। আমি খতিয়ে দেখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *