লোকসভা নির্বাচনের বিজেপির প্রার্থী মনোয়নে চমক দেখা যাচ্ছে না

আন্তর্জাতিক দিনকাল

কামরুল হাসান

 

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি তাদের আংশিক তালিকা প্রকাশ করেছে। পত্রিকায় সেই তালিকা পাওয়া গেছে। যদিও ভারতের নির্বাচন কমিশন এখনও নির্বাচনের তফশিল ঘোষণা  করেনি। রাজনৈতিক ভাষ্যকাররা বলছেন, আগামী ১৩ মার্চের পর তফশিল ঘোষণা হতে পারে। কিন্তু বিজেপি ভারতবাসীকে এগিয়ে থাকার ইঙ্গিত দিতেই সবার আগে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করলো। তাদের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটকে বার্তা দিচ্ছেন যে দেখো আমরা তোমাদের চেয়ে কতটা এগিয়ে।

 

লোকসভার ৫৪৩ টি আসনের মধ্যে ১৯৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কিন্তু এক শ্রেণির বিশ্লেষকের দাবি, বিজিপির প্রথম ধাপের এই প্রার্থী তালিকায় বস্তুত তেমন কোন চমক নেই। কারণ মোদির মন্ত্রিসভার ৩৪ জন সদস্য পূণরায় মনোনয়ন পেয়েছেন। আরও যারা মনোনয়ন পেয়েছেন তাদের অধিকাংশই লোকসভার সদস্য। তার মানে চেনা মুক। তবে মনোনীত ১৯৫ জন প্রার্থীর মধ্যে ২০ জন নারী সদস্য রয়েছেন। এটা খানিকটা নতুন উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা।  

 

উত্তর প্রদেশের বারানসি থেকে তৃতীয়বারের মত ভোটে লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাথুরা থেকে বলিউডের বিউটি কুইন হেমামালিনী, আমেথি থেকে স্মৃতি জুবলিন ইরানী, ধাউরাহারা থেকে রেখা ভর্মা এবং গোরাক্ষপুর থেকে অভিনেতা রবি কিষাণ। ত্রিপুরার দুটি আসনের মধ্যে ১ টি থেকে লড়ছেন সাবেক মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজস্থানের আলোয়ার থেকে প্রার্থী করা হয়েছে ভূপেন্দ্র যাদবকে। মধ্যেপ্রদেশের গুনা থেকে প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। ঝাড়খন্ডে সুনীল সোরেন, নিকান্ত দুবে, অরুণ মুণ্ডাদের মতো স্থানীয় জনপ্রিয় নেতারা প্রার্থী হয়েছেন। দক্ষিণের কেরেলাতে প্রার্থী করা হয়েছে এম আই আশিনী, আবদুস সালাম, এমটি রমেশ, প্রফুল্ল কৃষ্ণ ও রাজিব চন্দ্র শেখরদের।

 

গুজরাটের গান্ধিনগর থেকে প্রভাবশালী বিজেপি নেতা অমিত শাহ আর নাভসারী থেকে সি আর পাতিল প্রার্থী হয়েছেন। জুম্মু-কাশ্মিরের উধামপুর থেকে সাবেক মন্ত্রী জিতেন্দ্র সিং এবং জুম্মু থেকে যুগল কিশোর শর্মা প্রার্থী তালিকায় আছেন। দিল্লির ৭ টি আসনের মধ্যে ৫ টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেখানে বেশ কিছু নতুন মুখ এসেছে। বিখ্যাত চাঁদনী চক থেকে প্রবীন খোন্দোয়াল এবং উত্তর পূর্ব দিল্লী থেকে মনোজ তিওয়ারী নতুন প্রার্থী। ক্রিকেটার গৌতম গম্ভীর আগেই থেকেই তার আসনে আর নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। গোয়া দক্ষিণ থেকে শিবপদ নায়েক কে বিজেপির প্রার্থী করা হয়েছে। ছত্তিশগড় থেকে চিন্তামনি মহারাজ, রাধেশ্যাম রাদিয়া কমলেশ জগদি, সরোজ পান্ডে, সন্তোষ পাণ্ডের মতো নেতাদের প্রার্থী করা হয়েছে।

 

আসামের দিব্রুগড় থেকে সাবেক মূখ্যমন্ত্রী সারবানান্দ সানোয়ালকে বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। অরুণাচল পশ্চিম থেকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজ্জু আবারও প্রার্থী হয়েছেন। পশ্চিম বাংলা থেকে বিজেপি ২০ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানেও তেমন কোন চমক নেই। শুধু কাঁথিতে বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সাবেক মেয়র সোমেন্দ অধিকারীকে বিজেপি তাদের প্রার্থী করেছে। তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দেবের বিপরীতে প্রার্থী করা হয়েছে বিজেপির আরেক তারকা প্রার্থী ও খড়গপুরের বিধায়ক হিরন্ময় চ্যটার্জীকে।

বাংলায় বিজেপির তালিকার বেশিরভাগ প্রার্থী গতবার জয়ী হননি। যদিও পুরাতন ২২টি আসনের তালিকা প্রকাশ করেনি এখনও। যেখানে বাদ আছেন দিলীপ ঘোষ, সৌমিত্র খার মতো নেতারা

 

এরই মধ্যে বিজেপি নেতৃত্ব দার্জিলিং এবং কালিম্পং-এ এবার চমক দেখানোর আভাস দিয়েছেন। বলা হচ্ছে, আসন দুটির একটিতে প্রার্থী হতে পারেন, সাবেক কুটনীতিক ও জি-২০ আয়োজনের সমন্বয়ক হর্ষবর্ধন শ্রিংলা। নরেন্দ্র মোদির সুনজরে আছেন তিনি। তবে প্রার্থী তালিকা যাই হোক, বলা হচ্ছে বাংলায় বিজেপির আসল চ্যালেঞ্জ হচ্ছে ২০১৯এ প্রাপ্ত ১৮ টি আসন ধরে রাখা। এরমধ্যে বিভিন্ন জরিপে বিজেপির আসন কমে ১০ বা ১২ টিতে নেমে আসার শঙ্কা রয়েছে। সারা ভারতে বিজেপির যে ফলাফল আশা করছে বাংলায় তার ব্যতিক্রম হতে পারে।

 

কুচবিহারের সাংসদ এবং অমিত শাহের ডেপুটি নিশিত প্রামাণিককে আবার সেখানেই প্রার্থী করা হয়েছে, বালুরঘাট থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বনগাঁ থেকে বর্তমান সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং মতুয়া সংঘের নেতা শান্তনু ঠাকুর, যাদবপুর থেকে অনির্বাণ গাংগুলি এবং হুগলি থেকে লকেট চ্যাটার্জীকে বিজেপি তাদের প্রার্থী করেছে। বিজেপি কর্তৃপক্ষ অবশ্য বলছে দলের প্রতিটি সিদ্ধান্তের পেছনে যুক্তিসঙ্গত দলীয় দৃষ্টিভঙ্গি রয়েছে। এসব সিদ্ধান্তের ঠিকঠাক মূল্যায়ন করতে হলে অপেক্ষা করতে হবে লোকসভা নির্বাচন-২০২৪ এর ফলাফল পর্যন্ত।

 

লেখক: গবেষণা ও বিশ্লেষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *