যমুনা বাংলা ওয়েব ডেস্কঃ মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের আলোচনা শুরুর পরই অভিযানে আপাতত রাশ টানতে সম্মত হয় ভ্লাদিমির পুতিনের দেশ। কিন্তু রাশিয়ার সঙ্গে ইতিবাচক শান্তি আলোচনার পরও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “ইউক্রেনীয়রা নির্বোধ নয়। তারা রুশ সামরিক অভিযানের বিগত ৩৪ দিন ও ডোনবাসের আট বছরের সংঘাত থেকে তারা শিক্ষা নিয়েছে। তারা বুঝে গেছে যে, শুধুমাত্র একটি নির্দিষ্ট ফলাফলকে বিশ্বাস করা যেতে পারে।”
তিনি আরও বলেন, “অবশ্যই, আমরা সব ধরনের ঝুঁকি দেখছি। অবশ্যই, আমরা একটি রাষ্ট্রের নির্দিষ্ট প্রতিনিধিদের কথায় বিশ্বাস করার কোনও কারণ দেখি না যারা আমাদের ধ্বংসের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।”মঙ্গলবার রাতে জেলেনস্কি কিয়েভ থেকে রুশ সৈন্য প্রত্যাহারে রাশিয়ার প্রতিশ্রুতি নিয়ে সতর্কতার আহ্বান জানিয়ে এসব কথা বলেন।
সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে বুধবার ৩৫তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। বিগত ৩৪ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন।
সূত্র: আল-জাজিরা