যমুনা বাংলা ওয়েব ডেস্কঃ টি-টোয়েন্টির পর ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। ভারত দলের অধিনায়কত্ব নিয়ে তর্ক-বিতর্ক শেষ হচ্ছে না। এ নিয়ে ঝামেলা চলছেই। কোহলির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির দ্বন্দ্ব এখন প্রকাশ্য।
ঘোষণা মতে, টেস্ট সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। কিন্তু গুঞ্জন ভাসছে, রোহিত নয়, প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন লোকেশ রাহুল। এর নেপথ্যে অবশ্য কোনো দ্বন্দ্ব নয়, হঠাৎ করে রোহিতের ইনজুরির কারণে এমনটা হতে যাচ্ছে।
বিসিসিআইয়ের পক্ষ থেকে রোহিতের ফিটনেস নিয়ে নির্দিষ্ট কোনো আপডেট দেওয়া হয়নি এখনো। তবে জানা গেছে, হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে সম্ভবত এই সিরিজ খেলা হবে না নতুন অধিনায়ক রোহিত শর্মার। অর্থাৎ ওয়ানডে সিরিজে রোহিত পাওয়া অনেকটা অনিশ্চিত।
বিসিসিআইয়ের একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, যদি নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ ফিট না হন, তবে রোহিতকে ওয়ানডে স্কোয়াডের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হবে না। তার অনুপস্থিতিতে লোকেশ রাহুলকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে।’