প্রাইভেট ব্রাউজিং বা Incognito Tab কী?

অজানা রহস্য তথ্যপ্রযুক্তি

কম্পিউটার বা মোবাইলে ব্যক্তিগত সার্চের পর ব্রাউজারের হিস্টরি এবং ব্রাউজিং ডাটা ডিলিট করার প্রয়োজন পড়ে। কিন্তু যদি Incognito Tab ( ইনকগনিটো  )মোড ব্যবহার করা হয় তাহলে ব্রাউজার হিস্টরি ডিলিট করার দরকার নেই। ব্রাউজার ক্লোজ করার সঙ্গে সঙ্গে ব্রাউজার হিস্টরিও ডিলিট হয়ে যায়। Incognito Tab মোড ( ইনকগনিটো ) বা প্রাইভেট ব্রাউজিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা ওয়েব ব্রাউজারের মাধ্যমে যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন। তাহলে  ব্রাউজিং হিস্টরি, ক্যাশ, সেশন, কুকিজ ইত্যাদি ব্রাউজার সেভ করে রাখবে না। যখনই ব্রাউজিং শেষ হবে, ব্রাউজার থেকে বের হয়ে যাবেন তখনই তা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। Incognito Tab মোড ( ইনকগনিটো ) ব্যবহার করার জন্য এটা সাপোর্ট করে এমন একটি ব্রাউজার ওপেন করুন। গুগল ক্রোমে Incognito Tab মোড ( ইনকগনিটো ) সবচেয়ে ভালো কাজ করে। যদি গুগল ক্রোম ব্যবহার করে থাকেন তাহলে প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। তারপর উপরের ডানদিকের থ্রি-ডট আইকনটিতে ক্লিক করে ‘New Incognito Tab’ অপশনটি প্লেস করুন। এ অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্রাউজারে Incognito Tab ( ইনকগনিটো )  ওপেন হবে। যেখানে আপনি উপরে সার্চ বক্স দেখতে পাবেন। এখন এ সার্চ বক্সের মধ্যে আপনি যে কোনো জিনিস সার্চ করে ব্রাউজিং করতে পারেন। ব্রাউজিং শেষে Incognito Tab ( ইনকগনিটো )  মোডের পেজটি ক্লোজ করে দিলে ব্রাউজারের সমস্ত সার্চ হিস্টরি ডিলিট হয়ে যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *