“স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনর”দ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি ” এই প্রতিপাদ্যে বাগেরহাটে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।
সোমবার (২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের কাযার্লয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহা.খালিদ হোসেন।
বাগেরহাটের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, সেক মুহাম্মদ জালাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা পরিকল্পিত নগরায়ন সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি টেকসই উন্নয়ন নীতি প্রচার করা, যা প্রত্যেকের জন্য পর্যাপ্ত নিরাপদ বাসস্থান নিশ্চিত করবে। বিশেষ করে শহরাঞ্চলে উন্নত জীবনযাত্রা এবং সাশ্রয়ী মূল্যের আবাসন, গৃহহীনতা এবং নগর পরিকল্পনার মতো সমস্যাগুলির সমাধানের উপর জোর দেয়া হয়। বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ, পরিকল্পিত, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল নগর প্রতিষ্ঠা করাই মুল কারণ বলে উল্রেখ করেন।