যমুনা বাংলা ওয়েব ডেস্কঃ সংবাদভিত্তিক বেসরকারি চ্যানেল যমুনা টেলিভিশনের সূত্রে জানা যায়, রাজধানীর বাংলামোটরে অবস্থিত রাহাত টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে যমুনা টেলিভিশনের স্থানীয় কার্যালয়ে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪ মিনিটে বাংলামোটরের রাহাত টাওয়ারের ১২ তলায় আগুন লাগার খবর পান তারা। এর ৪ মিনিট পরই দুর্ঘটনাস্থলে পৌঁছায় তাদের টিম।
মোট ১১টি ইউনিটের ৭০ জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। বেলা সাড়ে ১২টা নাগাদ ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি।
চ্যানেলের এক প্রতিবেদক জানান, আগুন লাগলে দ্রুত তাদের কর্মীরা ভবন থেকে বের হয়ে যান। তাই কেউ আহত হননি। তবে সেখানে থাকা আসবাব বা সরঞ্জামের ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।
ওই বাণিজ্যিক ভবনে বিজয় টেলিভিশনের একটি সেন্টার এবং বিভিন্ন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস রয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে আগুন একটি ফ্লোরে সীমাবদ্ধ ছিল।