নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বেইলে রোডে একটি ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়েছে গত শুক্রবার। শোকাচ্ছন্ন পুরো দেশ। কিন্তু সেই শোকের ছায়ার মধ্যেও নতুন কমিটি গঠনের আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (২ মার্চ) বিকালে নয়াপল্টনে ছাত্রদলের পক্ষ থেকে আনন্দ মিছিল করা হয়। তবে আনন্দ মিছিলের ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে পূর্ববর্তী কোনো ঘোষণা ছিল না। শনিবার বিকাল সোয়া ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল ঢাকা মহানগরের আওতাধীন বিভিন্ন শাখার পাঁচ শতাধিক নেতাকর্মী ছাত্রদলের নবনিযুক্ত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে নাইটিঙ্গেল মোড় ইউটার্ন করে আনন্দ ভবন কমিউনিটি সেন্টার, পলওয়েল মার্কেটের সামনে দিয়ে ইউটার্ন করে পুনরায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভসহ কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের অনেক নেতাকর্মী।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের একজন শীর্ষ নেতা জানান, বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সমবেদনা জানাতে সংগঠনের পক্ষ থেকে শুক্রবার আনন্দ মিছিল না করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তাই শনিবার নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। বৃহৎ একটি ছাত্র সংগঠনের নতুন কমিটি হলে সেখানে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। শুধু রাজধানীতে নয় সারাদেশেই আনন্দ মিছিল করেছে ছাত্রদল।