যমুনা বাংলা ওয়েব ডেস্কঃ লরির ধাক্কায় অভিনেত্রী সায়ন্তিকা আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে কাঁকসার রাজবাঁধের ১৯ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের তৃণমূল সম্পাদক ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আনন্দবাজার পত্রিকাসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনঃ এখন থেকে ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণে ভিসা ফি দিতে হবে
প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় এক সপ্তাহ ধরেই বাঁকুড়ায় ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে জনসংযোগ করেন। ঘুরে দেখেন এলাকা। সাধারাণ মানুষের অভাব-অভিযোগ শোনেন। আজ কলকাতা ফেরার কথা ছিল তার। সেই মতো এদিন ভোরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় তার গাড়িতে ধাক্কা দেয় লরি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটি।
দুর্ঘটনায় তৃণমূল নেত্রী তথা অভিনেত্রীর হাতে গুরুতর চোট লাগে। চোট পেয়েছেন গাড়িতে থাকা আরও কয়েকজন। দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদল করেছেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন, আপাতত বাঁকুড়া ফিরে যাচ্ছেন। সেখান থেকে কবে কলকাতা ফিরবেন, তা এখনো জানা যায়নি।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই লরিচালককে আটক করেছে কাঁকসা থানার পুলিশ। গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র : আনন্দবাজার