যমুনা বাংলা ওয়েব ডেস্কঃ সম্প্রতি একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা স্পষ্ট জানান, ‘মেরি কমের বায়োপিকে আমার অভিনয় করা একদমই উচিত হয়নি। কেন না আমি একেবারেই মেরি কমের মতো দেখতে নই।‘
এই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা আরো জানান, ‘মেরি কম লিভিং লেজেন্ড। দেশের গর্ব। এমন এক মানুষের চরিত্রে অভিনয় করার লোভ সামলাতে পারিনি। তবে হ্যাঁ, আমার প্রথম থেকেই মনে হয়েছিল, মেরি কম উত্তরপূর্ব ভারতে বড় হয়েছেন। আর আমি একেবারেই নর্থ ইন্ডিয়াতে বড় হয়েছি। আমাদের সব কিছুই একেবারে আলাদা। দেখতেও আলাদা। তবুও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম।
প্রায় ৫ মাস ধরে বক্সিংয়ের ট্রেনিং নিয়েছিলাম। খুবই কষ্টকর ছিল এই জার্নিটা। মেরি কমের সাথে দেখা করেছিলাম। একসাথে অনেকটা সময় কাটিয়ে ছিলাম। কিন্তু আমার মনে হয় উত্তরপূর্বের কোনো অভিনেত্রী যদি মেরি কমের চরিত্রে অভিনয় করতেন, তাহলে তা সঠিক নির্বাচন হত।’
প্রিয়াঙ্কা আরো জানান, ‘মেরি কমের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছি। কিন্তু এত বছর পর বুঝতে পেরেছি, মেরি কমের মতো মানুষের বায়োপিকে অভিনয় করার যোগ্যতা আমার নেই। কারণ, তিনি যে লড়াইটা করেছেন, তার ছিঁটেফোঁটাও আমার জীবনের লড়াইয়ের সাথে মেলে না। মেরি কম সবার কাছে অনুপ্রেরণা। আমি নই।’
প্রিয়াঙ্কা চোপড়া, বলিউডের এই সুন্দরী অভিনেত্রীর কেরিয়ার গ্রাফের দিকে নজর রাখলেই বোঝা যায়, প্রিয়াঙ্কা কেন শুধুই ভারতীয় নয়, গোটা বিশ্বের আইকন। যেভাবে বলিউডের ছবি থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিয়ে হলিউডে নিজেকে মেলে ধরেছেন প্রিয়াঙ্কা। তা সিনেমার চিত্রনাট্য থেকে কম কিছু নয়। তবে এত উচ্চতাতে পৌঁছে গেলেও, প্রিয়াঙ্কা কিন্তু নিজের শিকড়কে ভোলেননি। তাই হয়তো, নিজের কিছু সিদ্ধান্ত নিয়ে আজও হতাশার সুর শোনা যায় তার কথায়।
সম্প্রতি প্রিয়াঙ্কাকে দেখা গেছে, হলিউড ছবি মেটরিক্সে। ইতোমধ্যেই ছবিতে প্রিয়াঙ্কার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। বিদেশী ম্যাগাজিনেও প্রিয়াঙ্কাকে নিয়ে লেখালেখি হচ্ছে প্রচুর। তারই মাঝে প্রিয়াঙ্কার এমন একটি সাক্ষাৎকার নজর কেড়েছে অনুরাগীদের। ডিভা হয়েও, প্রিয়াঙ্কার মাটির মানুষের মতো আচরণের প্রশংসা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সূত্র : সংবাদ প্রতিদিন