মার্কিন নির্মিত সৌদি আরবের স্ক্যান ঈগল শ্রেণির একটি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। ড্রোনটি ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের আকাশে গোয়েন্দা অভিযান চালাছিল। সেসময় ইয়েমেনি সামরিক বাহিনী ড্রোনটি ভূপাতিত করে।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সোমবার টুইটারে দেয়া পোস্টে জানিয়েছেন, মা’রিব প্রদেশের আকাশে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের এ ড্রোন শত্রুতাপূর্ণ তৎপরতা চালাচ্ছিল। স্ক্যান ঈগল ড্রোন সাধারণত গোয়েন্দা তৎপরতার কাজে ব্যবহৃত হয়ে থাকে।
স্ক্যান ঈগল ড্রোন সাধারণত গোয়েন্দা তৎপরতার কাজে ব্যবহৃত হয়ে থাকে।
উল্লেখ, মা’রিব প্রদেশের বিভিন্ন এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোট অন্তত তিন ডজন বিমান হামলা চালানো হয়েছিল। এর একদিন পর ইয়েমেনি সেনারা এই ড্রোন ভূপাতিত করলো।