করোনা কালেও পাসপোর্ট অফিসে থেমে নেই দালালদের দৌড়াত্ত।
স্বাভাবিক নিয়ম পাসপোর্ট হাতে পেতে মাসের পর মাস পাড় হলেও।
দালালদের মাধ্যমে দ্রুত মিলছে পাসপোর্ট।
দালালদের সাথে কিছু কর্মকর্তা জড়িত রয়েছেন শিকার করে, পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেছেন।
অভিযোগ এর প্রমান পেলেই নেয়া হবে ব্যবস্থা।
আগারগাঁও পাসপোর্ট অফিসের আশেপাশে দালাল চক্রের অবস্থান নতুন নয়।
ফটোকপি দোকান স্টুডিও ঘিরে পরিচালিত হচ্ছে দালালদের কর্মযোগ্য।
সরকারি নির্ধারিত ( ফি) চেয়ে বেশি টাকা দিলেই মিলবে স্বাভিক নিয়ম চেয়ে অনেক আগেই মিলবে পাসপোর্ট।
অধিদপ্তরের মহা পরিচালক বলেছেন পাসপোর্ট অফিস দালাল মুক্ত করতে সর্বোচ্চ চেষ্টার পরেও সফলতা আসছে না।
এইদিকে যারা পাসপোর্ট নবায়ন বা পাসপোর্ট নতুন করেছেন তাদের পাসপোর্ট হাতে পেতে ৩ থেকে ৬ মাস লেগে যাচ্ছে।
অধিদপ্তর বলছেন করোনা কালে পুলিশ ভেরিফাই দেরিতে আসায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে পাসপোর্ট প্রত্যাশিদের।
তবে ই-পাসপোর্ট পেতে নেই তেমন ভোগান্তি সময় তো ই-পাসপোর্ট হাতে পাচ্ছেন সবাই।