যমুনা ওয়েব ডেস্কঃ সঙ্কটজনক অবস্থায় তৃণমূলের বর্ষীয়ান নেতা এবং পশ্চিমবাংলার মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে এসএসকেএম (SSKM) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হল । আজ সকাল বেলায় প্রাতঃরাশ করার পর আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । চিকিৎসকদের ধারনা হার্টফেল হয়েছে তাঁর । এই মুহূর্তে মমতার মন্ত্রীসভার এই অভিজ্ঞ সদস্যের অবস্থা আশংকাজনক ।
৭৫ বছর বয়সী মন্ত্রী এবং তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় হার্টের সমস্যা রয়েছে । রবিবার এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন আঞ্জিওগ্রাফ অপারেশনের জন্য । এছাড়াও দরকার হলে আঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নিয়েছিলেন । কিন্তু, সকালে খাবার খাবার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । চিকিৎসকরা পরীক্ষা করে জানান, হার্ট ফেল হয়েছে তাঁর । এই মুহূর্তে আরও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তাঁর ।
পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু লড়াইয়ের বিশ্বস্ত সঙ্গী সুব্রত মুখোপাধ্যায়ের আগেই হার্টের সমস্যা ছিল। গত মে মাসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হবার পর অসুস্থ হলে এই সমস্যাগুলি ধরা পড়ে । চিকিৎসকরা তখনই জানিয়ে দেন, একাধিক কোমরবিডিটি রয়েছে এই বর্ষীয়ান নেতার । এই মুহূর্তে তাকে বাইপাসে রাখা হয়েছে ।
এসএসকেএমকে রবিবার সুব্রত মুখোপাধ্যায় ভর্তি হন । আজ সোমবার সকালে বাড়ি ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি । ফলে আবার তাকে হাসপাতালে ফিরে আনা হয় । বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনই কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ডাক্তাররা। এই বিষয়ে, এসএসকেএম-এর অধিকর্তা মনিময় বান্দ্যপাধ্যায় জানিয়েছেন, “যে হার্টের সমস্যা আছে রয়েছে, ডাক্তার দেখছেন এবং পরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হলে তবেই কিছু বলা সম্ভব। এখন কিছু বলা যাবে না। আইসিসিইউ-তে আছেন মানে তাঁর অবস্থা অবশ্যই আশঙ্কাজনক। সুব্রত মুখপাধ্যায়ের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই বোর্ডে রয়েছেন ডাক্তার সরোজ মণ্ডল (কারডিও), সৌমিত্র ঘোষ (মেডিসিন), অসীম কুণ্ডু (ক্রিটিকাল কেয়ার এইচওডি), ঋতব্রত মিত্র (চেস্ট মেডিসিন), অর্পিতা রায় চৌধুরী (নেফ্রোলজি) এবং সুজয় ঘোষ (এন্ডোক্রিনোলজি)।”