Wedding Ring: বিয়ের আংটি কেন বাঁহাতের অনামিকায় পরা হয়? এর পিছনে কি কোনও বৈজ্ঞানিক কারণ আছে কি?

Uncategorized

বিয়েতে আংটি পরাটা অনেকের কাছেই খুব গুরুত্বপূর্ণ। এবং সেই আংটি পরার ক্ষেত্রে একটি নিয়ম প্রায় সকলেই মেনে চলেন। সেটি হল কোন আঙুলে এই বিয়ের আংটি পরা হবে। সকলেই একটি বিশেষ আঙুলে বিয়ের আংটি পরেন। তবে বেশির ভাগ দেশে বাঁহাতের অনামিকায় পরা হয়।

সাধারণত বিয়ের আংটি বাঁহাতে পরা হয়। এবং সেটি বাঁহাতের অনামিকাতেই। সকলেই এই হাতের এই আঙুলে বিয়ের আংটি পরেন। কিন্তু কখনও আপনি ভেবে দেখেছেন কি কোন কারণ আছে? আসলে এর পিছনে বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্বাস কাজ করে। আবার কিছু কিছু দেশে জ্যোতিষশাস্ত্র মেনেও এটা করা হয়। আসুন কিছু দেশের বিশ্বাস বা সংস্কৃতির কারন জানি-

 

১। রোম

এর পিছনে রয়েছে রোমের এক বিশ্বাস। প্রাচীন রোমে বিশ্বাস ছিল, ‘ভেনা এমোরিয়াস’ অর্থাৎ প্রেমের শিরা বাঁহাতের অনামিকা থেকে হৃদপিণ্ডে গিয়েছে। এবং সেই কারণেই বিয়ের আংটি বাঁহাতের অনামিকায় পরা হত।

২। পাশ্চাত্যের সংস্কৃতি

এই কারণেই পাশ্চাত্যে এই সংস্কৃতির সূচনা হয়েছিল বলে মনে করা হয়। তার পরে সেই সংস্কৃতি আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। এখন সেই প্রথাই মেনে চলেন অনেকে।

৩। চিনেরও একটি সংস্কৃতি

তবে এর পাশাপাশি চিনেরও একটি সংস্কৃতি রয়েছে। সেখানেও বিয়ের আংটি বাঁহাতের অনামিকায় পরাই নিয়ম। কিন্তু সেটির কারণটি রোমের এই নিয়মের থেকে আলাদা। চিনের জ্যোতিষশাস্ত্রবিদরা মনে করতেন, প্রতিটি আঙুলের একটা বিশেষত্ব আছে। বুড়ো আঙুল বাবা-মায়ের জন্য রাখা, তর্জনী আত্মীয়স্বজন, ভাইবোন, মধ্যমা নিজের জন্য, কনিষ্ঠা সন্তান, এবং অনামিকা জীবনসঙ্গীর জন্য। এই কারণেই অনামিকাতেই বিয়ের আংটি পরা হত।

৪। ভারতীয় জ্যোতিষ শাস্ত্র

ভারতীয় জ্যোতিষ শাস্ত্রও বা সমুদ্রবিজ্ঞানও বলছে, অনামিকা প্রেমের আঙুল। আর সেই কারণেই অনামিকাতে বিয়ের আংটি পরানোর নিয়ম।

তবে এর পিছনে কি কোনও বৈজ্ঞানিক কারণ আছে? না, তেমন কোনও কথা বলেননি বিজ্ঞানীরা। পুরোটাই বিশ্বাস এবং প্রথা। এর বেশি কিছু নয়। তেমনই বলছে বিজ্ঞান। আসুন আমরা আমাদের জীবনসঙ্গী কে ভালবাসি এবং বিশ্বাস করি, তাহলেই জীবনে সুখী হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *