যমুনা বাংলা ওয়েব ডেস্কঃ ওমিক্রন নয়, নভেল করোনাভাইরাসের আক্রমণ তীব্রতর হয়েছে ভারতে। ওমিক্রনের স্প্রেড নিয়ে সারাবিশ্বে নতুন আতঙ্ক থাকার মধ্যে ভারতে বুধবার আশঙ্কার খবর হয়েছে করোনাভাইরাস। মঙ্গলবার ও বুধবার সংক্রমণের সংখ্যা বেড়েছে যথাক্রমে ৪৭ ও ৪৪ শতাংশ।
৬ জানুয়ারি দুবাই যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দেশটিতে করোনার এই তীব্রতার কারণে প্রধানমন্ত্রী এই সফর বাতিল করেছেন। তার তার সংযুক্ত আমিরাত সফরও বাতিল করেছেন।
বুধবার গভীর রাতে কেন্দ্রীয় সরকারের তথ্যে দেখা যায়, বুধবার সারাদেশে ১৩ হাজার ১৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। আঠারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আবার মাথাচাড়া দিয়েছে করোনা। এমন পাঁচটি রাজ্য হলো- মহারাষ্ট্র, কেরালা, পশ্চিমবঙ্গ, দিল্লি ও তামিলনাড়ু। বুধবার মহারাষ্ট্রে ৩ হাজার ১০০ জন, কেরালায় ২ হাজার ৮৪৬ জন, পশ্চিমবঙ্গে ১ হাজার ৮৯ জন, দিল্লিতে ৯২৩ জন ও তামিলনাড়ুতে ৭৩৯ জন করোনা আক্রান্ত হয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওমিক্রন সংক্রমণ অনেকটাই সহনীয়, এতে মৃত্যুর হারও কম। সে তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্ট অনেক বেশি বিপজ্জনক বলে জানান তারা। বিশেষজ্ঞরা ওমিক্রন ও নভেল করোনাকে আলাদাভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন।