যমুনা বাংলা ওয়েব ডেস্কঃ অবশেষে আবারও ঋণসংক্রান্ত নীতিতে পরিবর্তন আনল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রবিবার বিএসইসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি। ধারাবাহিক ভাবে দেশের পুঁজিবাজারে ধস আটকানোর জন্যই মূলত এই নীতিতে পরিবর্তন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
নতুন বিধানের ফলে তালিকাভুক্ত যেসব কোম্পানির শ্রেণিমান বাড়বে বা উন্নতি হবে, সেসব কোম্পানি শ্রেণি বদলের দিন থেকে ঋণসুবিধা পাবে। তবে জেড শ্রেণি থেকে কোনো কোম্পানির শ্রেণিমান উন্নত হলে, সে ক্ষেত্রে প্রথম সাত দিন ওই কোম্পানি ঋণসুবিধা পাবে না। এর আগে সর্বশেষ গত ১৫ নভেম্বর ঋণসংক্রান্ত নীতি পরিবর্তন করেছিল বিএসইসি।
এর আগে বিএসইসি থেকে বারে বারে আশ্বাস দেবার পরও কোন উন্নতি দেখা যায়নি। এখন দেখার বিষয় এই ঋণসংক্রান্ত নীতিতে পরিবর্তন পুঁজিবাজারে ধস আটকাতে পারে কিনা।