অবশেষে আগামী ১৯ আগস্ট থেকে পুরোদমে চলবে বাস, ট্রেন ও লঞ্চ সহ সকল গন যানবাহন

অবশেষে আগামী ১৯ আগস্ট থেকে পুরোদমে চলবে বাস, ট্রেন ও লঞ্চ সহ সকল গন যানবাহন

দিনকাল বাংলাদেশ

সবদিক বিবেচনা করে অবশেষে আগামী ১৯ আগস্ট থেকে আসন সংখ্যার অর্ধেক ব্যবহার ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুরোদমে চলবে বাস, ট্রেন ও লঞ্চ সহ সকল গনযানবাহন ।

তাছাড়া আগামী ১৯ আগস্ট থেকে একই সাথে আসন সংখ্যার অর্ধেক ব্যবহার করে পর্যটন, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খুলে দিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে আজ বৃহস্পতিবার । ওই প্রজ্ঞাপনে আগামী ১৯ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিছূ শর্তাবলি সংযুক্ত করে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

# যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল নৌপথে সকল প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে।

# পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে।

# সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

# যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাছাড়া আগামী বুধবার থেকে খাবারের দোকান এবং দোকান-শপিংমল খুলবে। তবে উপরের শর্তাবলি মেনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *