যমুনা বাংলা ওয়েব ডেস্কঃ বিশ্বখ্যাত গাড়ি নির্মাতারা দিনদিন ইলেকট্রিক গাড়ি তৈরির দিকে ঝুঁকেছে। শুধু গাড়ি নির্মাতারা নয় অন্যান্য বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থারাও ইলেকট্রিক গাড়ি তৈরির দিকে ঝুঁকেছে।এর মধ্যে আছেটেসলা ও রিভিয়ানের মতো সংস্থা। তেমনি বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা অ্যাপেল ইলেকট্রিক গাড়ি তৈরির দিকে ঝুঁকেছে।
এবার জানা যাচ্ছে, চালকবিহীন স্ব-নিয়ন্ত্রিত ইলেকট্রিক গাড়ি নিয়ে আসার চেষ্টায় রয়েছে অ্যাপেলের ইঞ্জিনিয়াররা। সাম্প্রতিক ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানা যাচ্ছে আগামী ২০২৫ সালের প্রথম দিকেই এই নতুন গাড়ি বাজারে আনছে অ্যাপেল।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপেলের নতুন গাড়িটি চলবে স্বয়ংত্রিয়ভাবে। চালকের আসনে বসে হাত ও পায়ের কোনও কাজ করতে হবে না ব্যবহারকারীকে। শুধু নির্দেশ দিতে পারবেন চালক। নতুন গাড়িটির কোনও স্টিয়ারিং হুইল থাকবে না। এরজন্য ওই বিশেষ গাড়িটির আভ্যন্তরীণ নকশাতেও বদল আনা হচ্ছে। সূত্রের খবর, ওই ইলেকট্রিক গাড়ির ব্যাটারি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে অ্যাপেল। যা যুগান্তকারী কোনও প্রযুক্তি হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে চলানোর জন্য অ্যাপেল নিজস্ব বিশেষ সফটওয়ার ডেভলপ করছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯০ জনের একটি দল এই প্রকল্পে কাজ করছে।