এক নজরে সর্বশেষ রাশিয়া-ইউক্রেন সংকটের ঘটনাবলি!

আন্তর্জাতিক দিনকাল

যমুনা বাংলা ওয়েব ডেস্কঃ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন।

এক নজরে দেখে নেওয়া যাক রাশিয়া-ইউক্রেন সংকটের সর্বশেষ ঘটনাবলি:-

১. যুদ্ধ বিরতির লক্ষ্যে বেলারুশে তাদের আলোচনা শেষ করেছে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদল। বোঝাপড়া নিয়ে কিছু জানা যায়নি।

২. ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাথে সোমবার এক টেলিফোন আলাপের পর এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে নিরাপত্তা নিয়ে রাশিয়ার ‘বৈধ’ উদ্বেগ বিবেচনায় নিলেই ইউক্রেন সংকটের সমাধান সম্ভব।

৩. ইউক্রেনে ভারতীয় অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন সীমান্ত পার হতে তাদের বাধা দেওয়া হচ্ছে। এমনকি মারধরও করা হয়েছে।

৪. ইউক্রেনে সামরিক অভিযানের শাস্তি হিসেবে রাশিয়া এবং বেলারুশকে খেলাধুলার সমস্ত আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি। খেলাধুলা বিষয়ক সমস্ত ফেডারেশনের কাছে এ ব্যাপারে আইওসির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।

৫. ইউএনএইচসিআর হিসাব দিয়েছে এখন পর্যন্ত চার লাখ ২২ হাজার মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *