ফ্রিল্যান্সিংয়ের জন্য জনপ্রিয় ৫ সাইট বা মার্কেটপ্লেসের তালিকা!

তথ্যপ্রযুক্তি

যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করবেন বলে ভাবছেন তাদের প্রথম প্রশ্ন কোন সাইড এ কাজের জন্য বিট করব? তাদের জন্য ফ্রিল্যান্সিংয়ের জন্য জনপ্রিয় ৫ সাইট এর নাম এবং এখানে কিভাবে কাজ করতে হয় তার একটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল।  

  • আপওয়ার্ক

ফ্রিল্যান্সিংয়ে শীর্ষ সাইটগুলোর একটি আপওয়ার্ক ডট কম। প্রোগ্রামিং, ডিজাইন, লেখালেখি, ডিজিটাল মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট—হেন কোনো কাজ নেই যা আপওয়ার্কে পাওয়া যাবে না। এ সাইটে রেজিস্ট্রেশনেও নেই কড়াকড়ি। তবে অসুবিধাটা হলো, এখানে জনপ্রিয় হতে বা নিজের দক্ষতা প্রমাণে কাঠখড় পোড়াতে হয় বেশি। আবার সহজ সাইট বলে প্রতিযোগীর সংখ্যাও কম নয়।

  • ফ্রিল্যান্সার

আপওয়ার্কের সঙ্গে এর খুব একটা পার্থক্য নেই। তবে আপওয়ার্কের চেয়ে এর কমিশন বা ফি কম। এর ব্যবহারকারীও বেশি। ফ্রিল্যান্সারদের জন্য এটি বাজেটবান্ধবও। এখানে কাজের জন্য বিড করতে (প্রস্তাব দেওয়া) বাড়তি খরচের প্রয়োজন নেই। আর এতে করে প্রতিযোগিতাও অন্য যে কোনো প্ল্যাটফর্মের চেয়ে বেশি। আবার স্প্যামারদেরও পছন্দের তালিকায় থাকে এ ধরনের সাইট।

  • ফাইভার

আপওয়ার্কের চেয়ে ভিন্ন প্ল্যাটফর্ম এটি। এখানে কাজ পেতে আপনাকে ‘গিগ’ সম্পর্কে জানতে হবে। এই গিগ মানে হলো আপনি কোনো একটি কাজের জন্য কত চার্জ করবেন ও সেটা কীভাবে সম্পাদন করবেন সেটা পোস্ট করা। নিয়োগকর্তাই আপনার গিগের ভাষা, উপস্থাপনা ও অভিজ্ঞতা দেখে আপনার সঙ্গে যোগাযোগ করবে। সুতরাং সেই অর্থে ফাইভারে বলা যায় কাজের কোনো সীমা-পরিসীমা নেই। আপনার ‘গিগ’ আপনি আপনার পছন্দমতো সাজিয়ে নিতে পারবেন।

  • টপট্যাল

আপনি যদি আপনার কাজে দারুণ দক্ষ হয়ে থাকেন তবে টপট্যাল সাইটটি আপনার জন্য উপযুক্ত। কারণ এখানে ফ্রিল্যান্সার হিসেবে নিবন্ধন পাওয়াটাই বড় ব্যাপার। এখানকার ফ্রিল্যান্সারদের সঙ্গে চোখ বুজে চুক্তি করে থাকেন নিয়োগদাতারা। কারণ এখানে কাজ পেতে হলে নির্দিষ্ট বিষয়ে টানা কয়েকটি পরীক্ষা দিতে হবে। দিতে হবে ভাষার পরীক্ষাও। আবার পরীক্ষামূলক কিছু কাজও করে দেখাতে হতে পারে।

  • গুরু

গুরুর বিশেষত্ব হলো, এখানে ফ্রিল্যান্সাররা তাদের বিস্তারিত প্রোফাইল প্রকাশ করতে পারেন। প্রোফাইলে নিজের দক্ষতার নমুনা, পোর্টফোলিও ও সার্টিফিকেট প্রদর্শনের সুযোগ আছে গুরুতে। ফ্রিল্যান্সার ও নিয়োগদাতার মধ্যে বেশ মসৃণ যোগাযোগ ও নির্বিঘ্নে ফাইল আদান-প্রদানের জন্য সুনাম আছে এর।

শুরু করুন আপনার সপ্ন আপনার পছন্দের ফ্রিল্যান্সিং বা মার্কেটপ্লেস সাইড দিয়ে, শুভ কামনা সবার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *