বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নতুন সময়সূচিতে কতদিন চলবে অফিস, জানালেন প্রতিমন্ত্রী

দিনকাল বাংলাদেশ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন জানিয়েছেন পরবর্তী প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আজ থেকে শুরু হওয়া নতুন সময়সূচিতে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে। আজ বুধবার (২৪ আগস্ট) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ গ্রুপ বিমা চুক্তি অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

 

ফরহাদ হোসেন বলেন, অফিস সময় পরিবর্তন স্থায়ী নয়, বিদ্যুৎ সাশ্রয়ে দিনের আলোর পর্যাপ্ত ব্যবহার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফিসের নতুন সময়সূচি পরবর্তী প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত চলবে। এখন দিন বড়। দিনের আলো পাচ্ছি বেশি।

উল্লেখ্য, গত সোমবার (২২ আগস্ট) জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সারাদেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারও নানা পদক্ষেপের অংশ হিসেবে কর্মঘণ্টার পরিবর্তন এনেছে। ভবিষ্যতের সংকট কাটাতেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। বিদ্যুৎ সাশ্রয়ে গত মাস থেকে নেওয়া সরকারের পদক্ষেপ কাজে দিয়েছে। খাদ্য সরবরাহ ও উৎপাদন ঠিক রাখতেই সরকার এ পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *