ডায়েল এপ Link3 Technologies Limited এর একটি আইপি কলিং এপ । তাদের যাত্রা প্রায় আম্বার আইটির যুগ থেকে । তখন মার্কেটে সবার থেকে আলাদা সার্ভিস এনেছিল তারা । তারাই প্রথম আইপি কলিং এপে প্যাজেক সিস্টেম চালু করেছিল সিমের মত ।
কিন্তু আলাদা সার্ভিস তো হলোই না উল্টো মার্কেট থেকে ছিটঁকে পরার উপক্রম । এখনো তাদের এপটি Early Access ভার্সন চলছে তারা প্রতিনয়ত তারা তাদের এপে আপটেড নিয়ে আসছে কিন্তু গ্রাহক সন্তুষ্টি এখনো অর্জন করতে পারেনি । যেখানে অন্য প্রোভাইডার গুলোর তাদের এপ লাখো মানুষের কাছে পোঁছে দিয়েছে সেখানে তারা হাজারের কোঠায় পরে আছে ।
প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেছেন এভাবে চলতে থাকে তারা হয়তো একসময় বিলুপ্ত হয়ে যাবে এই সেক্টর থেকে । তাদের উচিত প্যাজেক সিস্টেম বাদ দিয়ে এক রেটে এবং সর্বনিম্ন রেটে নতুন ভাবে আপডেট করা । সেই সাথে গ্রাহকের আস্থা অর্জন করা ।