আফগানিস্তানে নতুন করে তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশটি ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার নাগরিক। তারা প্রতিবেশী দেশ গুলিতে আশ্রয় নিচ্ছে। তার মধ্যে বেশির ভাগ মানুষ প্রতিবেশী দেশ ইরান হয়ে তুরস্ক ঢোকার চেষ্টা করছে।
শরণার্থীর চাপ সামলাতে নিজের সীমান্তে বিশাল প্রাচীর তৈরির কাজ এগিয়ে নিচ্ছে তুরস্ক। নিজেদের সীমান্তে ২৯৫ কিলোমিটার কংক্রিটের দেয়াল তৈরির কাজ এগিয়ে নিচ্ছে দেশটি।
তালেবান সরকার ক্ষমতায় আসার আগেই কয়েকটি আফগানিস্তান পরিবার ইরান হয়ে তুরস্ক ঢোকার চেষ্টা করে। সিবিএস নিজউকে তাদের একজন জানান, আমার কাছে কোনো অর্থ নেই, কোনো খাদ্য নেই, কোনো বস্ত্র নেই, কিছুই নেই। এই অবস্থায় তুর্কি সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছেন তারা।
জানা যায়, ২০ লাখের বেশি আফগান শরণার্থী ইতিমধ্যেই প্রতিবেশী দেশ পাকিস্তান ও ইরানে শরণার্থী হয়েছেন।
পাকিস্তান ও ইরান নতুন শরণার্থী আসা ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে অনেক শরণার্থী তুরস্ক যাচ্ছিলেন। তাই দেশটি শরণার্থীদের চাপ সামলাতে সীমান্তে ১০ ফুট উচ্চতার দেয়াল তুলছে।