পাকিস্তানে ৬ উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ সামরিক হেলিকপ্টার নিখোঁজ!

আন্তর্জাতিক দিনকাল

আবারও পাকিস্তানে সামরিক হেলিকপ্টার দূর্ঘটনায় নিখোঁজ হয়েছে। জানা গেছে স্থানীয় সময় সোমবার পাকিস্তানে ৬ কর্মকর্তাকে নিয়ে একটি সামরিক হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। বন্যাকবলিত এলাকায় ত্রাণ অভিযান পরিচালনার সময় দেশটির দক্ষিণাঞ্চলে ওই কপ্টারটি বিধ্বস্ত হয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনী সুত্রে জনানো হয়েছে,  সোমবার কর্মকর্তাদের নিয়ে দক্ষিণাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের লাসবেলা শহরে ত্রাণ অভিযান চালানোর সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে ওই হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হেলিকপ্টারে এক সেনাপ্রধানসহ ছয় কর্মকর্তা ছিলেন। কত সময় ধরে ওই হেলিকপ্টারটি নিখোঁজ রয়েছে সে বিষয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

তবে স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিখোঁজের পর থেকে ওই হেলিকপ্টারটি ট্রেস করাও সম্ভব হয়নি। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে। ওই হেলিকপ্টারটি ছয় ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা।

এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, নিখোঁজ হেলিকপ্টারে পাকিস্তান কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার আমজাদ হানিফ, কর্পস কমান্ডার লে. জেনারেল সরফরাজ আলি এবং দুই মেজরসহ মোট ছয় কর্মকর্তা ওই হেলিকপ্টারে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *