বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার ফল প্রকাশ

দিনকাল বাংলাদেশ

বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির (এনরোলমেন্ট) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৯৭২ জন। পরীক্ষায় প্রায় ৬ হাজারের মতো শিক্ষার্থী অংশ নেন। যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখন থেকে সংশ্লিষ্ট আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারবেন।

এর আগে ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবী এমসিকিউ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে এমসিকিউতে উত্তীর্ণ হন মাত্র আট হাজার ৭৬৪ জন। এছাড়া ২০১৭ সালে ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া তিন হাজার ৫৯০ শিক্ষার্থীসহ মোট ১২ হাজার ৮৭৮ জন লিখিত পরীক্ষায় অংশ নেন।

 

শনিবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম । এর আগে তারা মৌখিক, লিখিত এবং এমসিকিউ- এই তিন ধাপে পরীক্ষা দিয়েছেন এবং তারা উত্তীর্ণ হয়েছেন। গত ৩১ আগস্ট থেকে সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে ধাপে ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

ফলাফল জানতে ক্লিক করুন : পরীক্ষার ফল 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *