বিটিআরসি ৫৯টি আইপিটিভি বন্ধ করেছে

তথ্যপ্রযুক্তি দিনকাল বাংলাদেশ

ইন্টারনেট প্রটোকল টিভি যেটা আমরা আইপিটিভি নামে বেশী চিনি। কিন্তু আইপিটিভি প্রচার করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে অনুমতি নিতে হয়। সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৫৯টি অনিবন্ধিত ও অবৈধ ইন্টারনেট প্রটোকল বা আইপিটিভি বন্ধ করেছে। গত রোববার বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

বিটিআরসি জানায় আইপিটিভি সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় স্পষ্ট করতে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বলা হয়, বিটিআরসি কেবল লাইসেন্সধারী আইএসপি (ইন্টারনেট সেবাদাতা) প্রতিষ্ঠানকে আইপিভিত্তিক ডেটা সার্ভিসের (যেমন স্ট্রিমিং সেবা, আইপিটিভি, ভিডিও অন ডিমান্ড) অনুমোদন দিয়ে থাকে। এবং তারাই সম্প্রচার করতে পারবে।

বিটিআরসি আরও জানায়, সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে যে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেইন ক্রয়/ ফেসবুক/ ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণকে আইপিটিভি প্রদর্শন করছে। যার কোনো বৈধ অনুমোদন নেই। এটা অনৈতিক ও টেলিযোগাযোগ আইনের ব্যত্যয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *