চবি

মেয়র প্রার্থী সমর্থনে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষক সমাজ

দিনকাল বাংলাদেশ
আগামী ২৭ জানুয়ারি ২০২১ তারিখ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ রেজাউল করিম চৌধুরীর সমর্থনে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক মতবিনিময় সভা ২৪ জানুয়ারি ২০২১ সকাল ১০.৩০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ারি আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি হলুদ দলের আহবায়ক ও ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. সুলতান আহমেদ। অনুষ্ঠানে মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল করিম চৌধুরী উপস্থিত থেকে সম্মানিত শিক্ষকবৃন্দসহ উপস্থিত সকলের সাথে মতবিনিময়ে অংশগ্রহণ করেন।
এ সময় চবি সিনেট সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, প্রফেসর এস এম মনিরুল হাসান, প্রফেসর বেনু কুমার দে, প্রফেসর ড. নাসির উদ্দিন, প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী, সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, কলেজ পদির্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, শাহ জালাল হলের প্রভোস্ট ড. মোহাম্মদ অহিদুল আলম, শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর নির্মল কুমার সাহা, জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. এ কে এম রেজাউর রহমান, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, সহকারী প্রক্টরবৃন্দ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
চবি সহকারী প্রক্টর জনাব মরিয়ম ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মনজুরুল আলম, রসায়ন বিভাগের প্রফেসর বেনু কুমার দে, প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ কাউছার হামিদ এবং মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব নাজনীন সরকার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মিনহাজুর রহমান।
মাননীয় উপাচার্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা পরিচ্ছন্ন রাজনীতিবিদ বীর চট্টলার গৌরব আলহাজ্ব মোঃ রেজাউল করিম চৌধুরীকে মেয়র পদে মনোনয়ন প্রদান করায় জাতির পিতা বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, বন্দর নগরী চট্টগ্রাম বাংলাদেশের একটি অতীব গুরুত্বপূর্ণ নগরী। এ নগরের পিতার কাছে নাগরিকদের প্রত্যাশা অনেক। এ প্রত্যাশা পূরণে এবং একটি সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে দরকার একজন সৎ, যোগ্য, দক্ষ ও নির্লোভ-নিরঅহংকার নগরপিতার।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সুক্ষ্ম বিবেচনায় আলহাজ্ব মোঃ রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দিয়ে তাঁর সহজাত রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। মেয়র প্রার্থী হিসেবে আলহাজ্ব মোঃ রেজাউল করিম চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আস্থা পূরণে সক্ষম হবেন; একইসাথে জনগণের রায় নিয়ে নির্বাচিত হয়ে নগরবাসীর প্রত্যাশা পূরণে তাঁর সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নিজেকে নিবেদিত রাখবেন মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল করিম চৌধুরীকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আগামী ২৭ জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারসহ নগরবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।
মতবিনিময় সভায় মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল করিম চৌধুরী তাঁর বক্তব্যে তাঁকে আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নেতৃত্বে সম্মানিত শিক্ষক সমাজ তাঁকে অকুন্ঠ সমর্থন প্রদান করায় তিনি মাননীয় উপাচার্যসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামী ২৭ জানুয়ারি মেয়র নির্বাচনে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারসহ দল মত নির্বিশেষে সকল মহলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *