যমুনা বাংলা ওয়েব ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, মহামারি করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে এবারের এইচএসসি পরীক্ষা। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে।
রবিবার বিকেলে সচিবালয়ে নতুন সচিবকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দীপু মনি আরও বলেন, খুব শিগগিরই সারাদেশের শিক্ষার্থীদের টিকা দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনার কারণে শিক্ষা ব্যবস্থায় থাকা ঘাটতি পূরণই এখন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে মার্চ পর্যন্ত পুরোপুরি শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে না।’ এর আগে, ৩০ ডিসেম্বর সংক্ষিপ্ত সিলেবাসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।