গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের স্ত্রীর সাথে প্রেমের খবর : বন্ধুত্ব ভাঙ্গল ইলন মাস্কের

আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি দিনকাল

গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল শানাহানের সাথে টেসলার মালিক ইলন মাস্কের প্রেমের সম্পর্ক ছিল- ওয়াল স্ট্রিট জার্নালে রিপোর্ট। যদিও মাস্ক তা অস্বীকার করেছেন।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক খবরে বলা হয়, কথিত ওই প্রেমের সম্পর্কের কারণে ব্রিনের সাথে ইলন মাস্কের বন্ধুত্ব ভেঙে যায়। টুইটারে পোস্ট করা ওই রিপোর্টটির একটি লিংকের জবাব দিয়ে মাস্ক লেখেন, এ খবর পুরোপুরিই আজগুবি।

গত বছরের শেষ দিকে মাস্ক অল্প কিছুকালের জন্য শানাহানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন।  ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল লোকদের উদ্ধৃত করে এই খবর বলা হয়। এর পরে ব্রিন এ বছরের শুরুর দিকে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। পরিণামে এই দুই টেক ধনকুবেরের বন্ধুত্ব ভেঙে যায়।

শানাহান ও ব্রিন এখন তাদের বিবাহবিচ্ছেদের আপোষরফায় কি থাকবে- তা নিয়ে দরকষাকষি করছেন, যার পরিমাণ ১০০ কোটি ডলার পর্যন্ত হতে পারে বলে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে।

ডিসেম্বর মাসে কথিত ওই প্রেমের সময়টায় ব্রিন ও তার স্ত্রীর সেপারেশন হয়ে গেলেও তারা একসাথেই থাকতেন- শানাহানের ঘনিষ্ঠ একজনকে উদ্ধৃত করে লিখেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

শানাহান নিজে একজন ক্যালিফোর্নিয়া-ভিত্তিক আইনজীবী ও আইনবিষয়ক প্রযুক্তি কোম্পানি ক্লিয়ার এ্যাকসেস আইপি ও বায়া-ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

অন্যদিকে ইলন মাস্ক ও সের্গেই ব্রিন দুই জনই ধনকুবের।

অন্যদিকে ইলন মাস্ককে বলা হয় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। যার সম্পদের পরিমাণ ২৪ হাজার কোটি ডলারেরও বেশি। তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ও রকেট ফার্ম স্পেস এক্সের প্রধান। অন্যদিকে সের্গেই ব্রিনের সম্পদের পরিমান ৯ হাজার ৫০০ কোটি ডলার। পৃথিবীর শীর্ষ ধনীদের এক তালিকায় তিনি আছেন অষ্টম স্থানে।

এ ব্যাপারে মন্তব্য চেয়ে বিবিসির অনুরোধে শানাহান, ব্রিন ও গুগলের সাড়া পাওয়া যায়নি।

 

সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *