বছরে ৮২ কোটি টাকা লোকসান বিকাশের!
এমএফএস খাতের নবীন সেবা ডাক বিভাগের ‘নগদ’। প্রতিষ্ঠানটি বাজারে আসার পর প্রতিযোগিতায় পড়েছে বিকাশ। যার প্রমাণ হিসেবে দেখা যায়, গত তিন বছরে ‘বিকাশ’ তাদের বাণিজ্যিক ব্যয় আড়াই গুণ বাড়িয়ে দিয়েছে। ফলে প্রতিষ্ঠানটি গত বছর ৮১ কোটি ৪০ লাখ টাকার লোকসান গুনেছে। তার আগের বছর তাদের লোকসানের পরিমাণ ছিল ৬২ কোটি ৫১ লাখ টাকা।
দেশের এমএফএস’র মার্কেট জায়ান্ট ‘বিকাশ’। এই লোকসানের পরিমাণ জানার পর দেশের প্রথম অবস্থানে থাকা একটি এমএফএস’র এমন হিসাব নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্টখাতের ব্যবহারকারিরা। যদিও প্রতিষ্ঠানটি আশা করছে খুব দ্রুতই তারা এই ব্যয় উঠিয়ে ফেলতে পারবে।
ব্র্যাক ব্যাংক বিকাশের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের একটি আর্থিক নিরীক্ষায় এসব বিষয় উঠে এসেছে। ব্র্যাক ব্যাংক তাদের নিরীক্ষা প্রতিবেদনটিতে বিকাশের নিরীক্ষাও অন্তর্ভূক্ত করে এ প্রতিবেদন দিয়েছে।
নিরীক্ষা প্রতিবেদন
নিরীক্ষা প্রতিবেদনে আরও দেখা যায়, ২০১৯ সালে বিকাশের ক্ষতির পরিমাণ ছিল ৬২ কোটি ৫১ লাখ টাকা। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বিকাশের ক্ষতির পরিমাণ ১৮ কোটি ৮৯ লাখ টাকা বেশি। আর ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের এক নম্বর এমএফএস অপারেটর বিকাশের ক্ষতি ৮১ কোটি ৪০ লাখ টাকা।