আবারও রাজতন্ত্র সংস্কারের দাবিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কয়েক হাজার মানুষ মিছিল করেছে। দাঙ্গা পুলিশের প্রতিরোধের মুখে মিছিল নিয়ে এগিয়ে যায় তারা। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ব্যাংককের জার্মান দূতাবাসের সামনে উপস্থিত হয় এবং সেখান থেকে এক বিক্ষোভকারী রাজতন্ত্রের বিরুদ্ধে বিবৃতি পাঠ করেন। এ সময় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘নিরঙ্কুশ রাজতন্ত্র নয়’ বা ‘সংস্কার বিলুপ্তি নয়’ লেখা দেখা গেছে।
বিবৃতি পাঠে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে রাজার ক্ষমতা বাড়ানোর ব্যাপারে থাইল্যান্ড গণতন্ত্র থেকে দূরে সরে গিয়ে নিরঙ্কুশ রাজতন্ত্রে ফিরে যাচ্ছে। এই দেশ অবশ্যই এমন একটি পদ্ধতির মাধ্যমে শাসিত হবে যেখানে সবার সমান অধিকার থাকবে, এটি প্রতিষ্ঠার জন্যই এ লড়াই।
গত বছরের অক্টোবরেও একইভাবে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জার্মান দূতাবাসে গিয়েছিল। থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকরন বেশিরভাগ সময়ই জার্মানিতে থাকেন। জানা গেছে, এ প্রতিবাদ থাইল্যান্ডে দীর্ঘদিন ধরে চলা নিষেধাজ্ঞাকে ভেঙে দিয়েছে। দেশটির আইন অনুযায়ী রাজতন্ত্রের অবমাননার দায়ে যে কোনো ব্যক্তির সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
সূত্র: আল জাজিরা ও ডয়চে ভেলের।