যমুনা বাংলা ওয়েব ডেস্কঃ নতুন নীতিমালার আলোকে ‘প্রফেশনাল ও এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম’ (সান্ধ্য কোর্স) ফের চালুর অনুমোদন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট। প্রায় দুই বছর ভর্তি কার্যক্রম বন্ধ থাকার পর প্রত্যেক বিভাগ এ ধরনের সর্বোচ্চ একটি কোর্স চালু করতে পারবে। এসব কোর্সে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করার আগে অনুমোদন নিতে হবে।
রোববার (২৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক নিয়মিত সভায় ‘প্রফেশনাল ও এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম’ (সান্ধ্য কোর্স) ফের চালুর অনুমোদন দেওয়া হয়৷ উপাচার্য মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল বলেন, এখন থেকে প্রফেশনাল ও এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা যাবে। তবে যে প্রোগ্রামটি শুরু করা হবে, সেটি নতুন নীতিমালার আলোকে নতুনভাবে একাডেমিক কাউন্সিলে অনুমোদন করে নিতে হবে। তার জন্য নতুন করে আবেদন করতে হবে। কোনো বিভাগ একাধিক প্রোগ্রাম চালু করতে পারবে না। যেসব বিভাগ এতদিন দুই-তিনটি করে প্রোগ্রাম চালু রেখেছিল, তারা যে প্রোগ্রামটি এখন চালু রাখতে চান, সেটির জন্য অনুমোদন নিতে হবে এবং সেই প্রোগ্রামের নামও পাল্টে যাবে।
২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় বিশ্ববিদ্যালয়ে চলমান সান্ধ্য কোর্সসহ অনিয়মিত সব কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়। একই সঙ্গে সান্ধ্য কোর্স পরিচালনার সময়োপযোগী বিধিমালা প্রণয়ন করতে একটি কমিটিও করা হয় সেদিন। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ওই কমিটির কার্যক্রম বন্ধ ছিল। অবশেষে গত ২১ মার্চ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে ওই কমিটির তৈরি করা একটি বিধিমালা সামান্য সংশোধন সাপেক্ষে অনুমোদিত হয়।