দুই মাস আগে শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের প্রাসাদের সুইমিংপুলে জলকেলি করেছিলেন বিক্ষোভকারীরা। এবার ইরাকের প্রেসিডেন্টের প্রাসাদের সুইমিংপুলে জলকেলি করতে দেখা গেল বিক্ষোভকারীদের। এবার বাগদাদে প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েছেন শত শত বিক্ষোভকারী। সুইমিংপুলে তাদের সাঁতার কাটতে দেখা গেছে।
লঙ্কান প্রেসিডেন্টের বিছানা, সুইমিংপুল, বাগান, জিমে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছিল আন্দোলনকারীদের। সেই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল আন্তর্জাতিক মহলেও।
রাজনৈতিক সংকটে জর্জরিত ইরাকে গত বছরের অক্টোবর মাসে পার্লামেন্ট নির্বাচনে মুক্তাদার দল সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছিল। কিন্তু সরকার গঠনে জটিলতা তৈরি হয়। জোট সরকার গড়তে রাজি হননি তিনি।
ফলে এখনো সরকার গঠন হয়নি সে দেশে। পার্লামেন্ট ভেঙে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছিলেন তিনি। এ পরিস্থিতির মধ্যেই মুক্তাদার রাজনীতি ছাড়ার ঘোষণায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে ইরাকে।
সূত্র : ওয়াশিংটন পোস্ট।