সরকারি কোম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (BTCL) এর আইপি কলিং সেবা।
আজকে ২৬/০৩/২০২১ এই এ্যাপসটির উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
এ্যাপস নাম, অলাপ
BTCL এর ব্যবস্থাপনা পরিচালক ড.মোঃ রফিকুল মতিন বলেছেন, প্রচলিত আইপি কলিং এ্যাপস থেকে নানান সুবিধা পাবেন অলাপ এ্যাপস গ্রাহকগন।
অলাপ এ্যাপস হতে যেকোনো মোবাইল বা ল্যান্ড নম্বরে কল করতে চার্জ হবে ৩০ পয়সা।
ভ্যাট ও অন্যান্য চার্জ সহ ৩৪.৫ পয়সা মিনিট কথা বলতে পারবেন গ্রাহক রা।
এ্যাপস থেকে এ্যাপস এবং আইপি থেকে আইপি বিনামূল্যে কথা বলতে পারবেন।
প্লেস্টোর থেকে এ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করলে সাথে সাথে পেয়ে যাবেন ১৫ মিনিট ফ্রি টকটাইম।
এবং রেফার করলেও বোনাস পাবে।
এ্যাপসটি ব্যবহার করতে প্রয়োজন হবে জাতীয় পরিচয় পএ ছবি।
ভাইবার- হোয়াটসঅ্যাপ মতো এ্যাপস গুলোতে এ্যাপস থেকে এ্যাপস কথা বলা যায়।
কিন্তু ইন্টারনেট ভিত্তিক আইপি টেলিফোনি এ্যাপস, সাধারণ মোবাইল নেটওয়ার্ক বা ল্যান্ড লাইনে কথা বলার সুবিধা পাবেন।