Metro Rail

সব ঠিক থাকলে আগামী রোববার পরীক্ষামূলক ভাবে মেট্রো রেল চলবে।

দিনকাল বাংলাদেশ

সব ঠিক থাকলে আগামী রোববার পরীক্ষামূলক ভাবে মেট্রো রেল চলবে। তার প্রস্তুতি নেওয়া হল গত শুক্রবার । ঢাকার কিছু মানুষ মুগ্ধ হয়ে দেখল বাংলাদেশে উড়াল পথে ভায়াডাক্টের ওপর দিয়ে স্বপ্নের মেট্রো রেলের চলাচল।

শুক্রবার সকালে উত্তরা দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত ভায়াডাক্টে প্রথমবারের মতো মেট্রোরেল চালিয়ে পরীক্ষা করা হল কোন রকম সমস্যা ছাড়া। শুক্রবার সকালে ট্রেনটি ছয়টি বগি নিয়ে উত্তরার দিয়াবাড়ী ডিপো থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত চারটি স্টেশনে চলাচল করে।

ব্যবস্থাপনা পরিচালক (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ) এমএএন সিদ্দিক শুক্রবার বলেন, রবিবার দিয়াবাড়ি থেকে উত্তরা থেকে মিরপুর পর্যন্ত পরীক্ষা চালানো হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমআরটি-৬ ডিপোতে সকাল ১০ টায় পাইলট অপারেশন ও পরীক্ষার উদ্বোধন করবেন।

একটি টেলিভিশনে প্রচারিত সেই ভিডিও শেয়ার করে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিখেছেন “পারফর্মেন্স টেস্ট শুরু হয়নি এখনও মেট্রোরেলের। তার আগে প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে মেট্রোরেল ভায়াডাক্টের উপরে চলাচল করেছে।“

১১ মে, উত্তরার দিয়াবাড়ির মেট্রোরেল ডিপোতে প্রথমবারের মতো ট্রেনটি চালিয়ে দেখানো হয়েছিল।বর্তমানে, দুই সেটের মোট ১২টি কোচ পৌঁছেছে উত্তর দিয়াবাড়ী মেট্রোরেল ডিপোতে। প্রথম সেটের ছয়টি ২১ এপ্রিল এবং দ্বিতীয় সেটের আরো ছয়টি কোচ ১ জুন ঢাকা পৌঁছায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *