মুন্সিগঞ্জে হাক ডাকে বিক্রি হচ্ছে রুপালী ইলিশ।

দিনকাল বাংলাদেশ

মুন্সিগঞ্জে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। মাওয়া মৎস্য আড়তে নানা সাইজের ইলিশ কিনতে ভিড় করছেন ক্রেতারা।

পদ্মার তাজা ইলিশ কিনতে রাজধানীর সহ নানান এলাকা থেকে আসা ক্রেতাদের আগ্রহের যেন শেষ নেই।
চাহিদা বেশি থাকায়। মুন্সিগঞ্জের পদ্মার তীরে মাওয়া মৎস্য আরতে ইলিশ দাম বেশ চড়া।

বড় ইলিশ কেজি প্রতি দাম ১৩শ থেকে ১৪শ টাকা।

আর ৭শত থেকে ৮শত গ্রাম ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ শত টাকা।

ইলিশ মাছের বেচা কিনা বেড়ে যাওয়া।

ঝাটকা নির্ধন কাজ চালাচ্ছে নৌপুলিশ।

নদীতে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকলেও মুন্সিগঞ্জ এর বাহিরে।

মুন্সিগঞ্জের এই হাঁটে ২ ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *