এবার বিপিএলে চ্যাম্পিয়ন-রানার্সআপরা কে কত প্রাইজমানি পাবে

খেলাধুলা বাংলাদেশ

যমুনা বাংলা ওয়েব ডেস্কঃ বুধবার মিরপুরে বোর্ড পরিচালকদের সভা শেষে প্রাইজমানি জানানো হয়, এবারে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ১ কোটি ও রানার আপ দল ৫০ লাখ টাকা পাবে। ভেন্যুর বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন, আগের মতোই ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ৩ ভেন্যুই থাকছে।

আগামী মাসের ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের বিপিএলের আসন্ন আসর। আজ বুধবার মিরপুরে বোর্ড পরিচালকদের সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘বিপিএল নিয়ে এবার একটু অনিশ্চয়তা ছিল। করোনা পরিস্থিতির কারণে নিউজিল্যান্ডে দল খেলতে পারবে কি না, করোনা ফলাফল কী হবে এসব বিবেচনা করতে হয়েছে। আমাদের সব প্রস্তুতিই ছিল।

এখন পর্যন্ত ৬টি দল প্রায় চূড়ান্ত। এই দলগুলোকে আমরা কিছু শর্ত দিয়েছি, যেমন- টাকা জমা দেওয়া, পার্টিসিপেশন মানি জমা দেওয়া। আজ-কালকের মধ্যে যারা দিয়ে দেবে তাদের আমরা গ্রহণ করে নেব। নাহলে আমাদের আরও ২-৩টি আগ্রহী ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলা আছে, মানে ব্যাকআপ আছে আমাদের।’

এই ৬টির মধ্যে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা আছে। এই ৬টি দলকে নিয়ে আয়োজন করার ব্যাপারে ঠিক করেছি। এরপর থাকবে প্লেয়ার্স ড্রাফট। দুইটা তারিখ কথা বলে রেখেছি। একটি ২৭ ডিসেম্বর, নাহলে ৩-৫ জানুয়ারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *