নাশকতা করে পাঁচ তারকা হোটেলে অবস্থান, বিএনপির ১০ কর্মী গ্রেপ্তার, অর্থদাতা খুঁজছে র‌্যাব

দিনকাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

 

অবরোধের নামে দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালিয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আশ্রয় নিচ্ছেন ঢাকার পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ সদস্যদের কুপিয়ে জখম করে রাজধানীর গুলশানে একটি পাঁচ তারকা হোটেলে আশ্রয় নেওয়া বিএনপির ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

 

পাঁচ তারকা হোটেল থেকে গ্রেপ্তার পর থেকে এখন সর্বত্র আলোচনা হচ্ছে, বিএনপি টাকার উৎস নিয়ে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানার চেষ্টা করছেন, তাদের আশ্রয় ও অর্থদাতা কারা এবং টাকার উৎস কোথায়? বিএনপির কোন কোন নেতা টাকা সরবারাহ করছেন, এ নিয়েও অনুসন্ধান করছেন গোয়েন্দারা।

 

বিএনপি-জামায়াত জোটের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে বিএনপি সমর্থকরা। পুলিশ তাদেরকে বাধা দিলে এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এসময় অবরোধকারীরা তিন পুলিশ সদস্যকে কুপিয়ে মারাত্বক জখম করে।

 

পুলিশের ওপর হামলাকারীদের ধরতে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালায়। বৃহস্পতিবার ভোরে রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান।

 

গ্রেপ্তাররা হলেন- মো. জুয়েল আহম্মেদ (৫২), মো. ইফসুফ আলী ভুইয়া (৬৯), মো. মাসুম শিকারী (৪৫), হাবিবুর রহমান সেলিম (৪৮), মো. শফিউদ্দিন ভুইয়া (৫১), মো. শফিউদ্দিন ভুইয়া (৪৮), মো. মাসুকুল ইসলাম ওরফে রাজিব (৫৩), মো. শাকিল মিয়া (৪০), মো. আরমান মোল্লা (৪৬) ও মো. হাবিবুর রহমান (৫৪)। সবাই নারায়ণগঞ্জের আড়াইহাজার বিএনপির কর্মী।

 

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাকৃতরা নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় নাশকতা ও সহিংসতা চালিয়ে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

 

র‍্যাব আরও জানায়, হামলা ও নাশকতার পর জড়িতরা রাজধানীর বিভিন্ন পাঁচ তারকা হোটেল ও নামীদামী হোটেলে নিরাপদে আত্মগোপনের জন্য অবস্থান করে। এ সব তারকা হোটেলে অবস্থান করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার পরিকল্পনা করছিল। সেই সাথে তারা নাশকতায় সরাসরি অংশগ্রহণ করছিল।

 

গত মঙ্গলবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী বাজার এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে তিনজন পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন তারা। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *