শিশুদের করোনা ভ্যাক্সিন ! ঢাকায় দৈনিক ৪০ হাজার স্কুল শিক্ষার্থীকে টিকার ঘোষণা

দিনকাল বাংলাদেশ

বয়স্কদের পর এবার শিশুদের করোনা ভ্যাক্সিন দেবার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার । এই বিষয়ে দেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঘোষণা করেছেন, রাজধানী ঢাকাতে প্রতিদিন ৪০ হাজার অল্প বয়সী স্কুল শিক্ষার্থীকে আটটি কেন্দ্র থেকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে ।

সোমবার সকালে দেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন । সেখানে তিনি জানান, আগামীদিনে রাজধানীতে প্রতিদিন ৪০ হাজার শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে । এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, “প্রাথমিকভবে দেওয়া টিকায় ভালো ফল পাওয়া গেছে। ঢাকার ৮টি স্কুলে টিকা কার্যক্রম শুরু করেছি আমরা। প্রতিদিন প্রতি কেন্দ্রে ৫ হাজার করে ৮টি কেন্দ্রে ৪০ হাজার টিকা দেওয়া হবে।“
বিশ্বে অতিমারি করোনার প্রকোপ কিছুটা কমেছে । সাধারন মানুষ আবার ধীরে ধীরে কর্ম জগতে ফিরেছে । ক্রমশ স্বাভাবিক হচ্ছে জনজীবন । কিন্তু এরই মধ্যে বিশেষজ্ঞদের আশংকা, আগামী দিনে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে । আর সেক্ষেত্রে, সবচেয়ে বেশি আক্রান্ত হবার সম্ভবনা অল্পবয়সী শিশুদের ।

এদিন নিজের বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়ে জানিয়েছেন, ইউরোপ-আমেরিকার মতো শিক্ষার্থীদেরও ফাইজারের টিকা দেওয়া হচ্ছে । ফাইজারের টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ইউরোপ আমেরিকায় যে টিকা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে স্কুল শিক্ষার্থীদের সেই টিকা দেওয়া হচ্ছে। বাংলাদেশে এখন করোনা নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্য বিভাগ ভালো কাজ করায় মৃত্যুর হার কমেছে।
উল্লেখ্য, বাংলাদেশে ইতিমধ্যে ফাইজারের টিকা এসেছে ৯৬ লাখ । এছাড়া স্টকে রয়েছে, ৮২ লাখের কাছাকাছি । এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে, আরও ফাইজার ও মডার্নার টিকা দিয়ে সাহায্য করা হবে । বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে ও বিশ্বে ২৬তম অবস্থানে রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *