৯৯৯ এ ফোন কলে পথ হারা বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দিল পুলিশ
৯৯৯ এ এক পথচারী কলারের ফোন কলে পথ হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকা এক বাক প্রতিবন্ধী বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে ঢাকার আদাবর থানার পুলিশ।
বুধবার ২০ জানুয়ারী,২০২১ সন্ধ্যা পৌণে সাতটায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯’নম্বরে ঢাকার আদাবর থানাধীন আদাবর বাজার পানির পাম্প থেকে এক জন পথচারী ফোন করে জানান সেখানে এক বৃদ্ধা মহিলা পথ হারিয়ে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি করছেন, বৃদ্ধা একজন বাকপ্রতিবন্ধী ঠিক মতো কোন কিছু বলতে ও পারছেনা। বৃদ্ধা অষ্পষ্ট উচ্চারণে জানিয়েছেন তিনি তার স্বামীকে নিয়ে ঢাকায় একটি হাসপাতালে এসেছেন চিকিৎসার জন্য।
৯৯৯ তাৎক্ষণিকভভাবে আদাবর থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে আদাবর থানার একটি পেট্রোল টীম দ্রুত ঘটনাস্থলে যায়।পরে আদাবর থানার এ এস আই এহসানুল হক ৯৯৯ কে ফোনে জানান তিনি বৃদ্ধাকে তাদের পেট্রোল গাড়ীতে করে নিয়ে প্রথমে জাতীয় হৃদরোগ ইনষ্টিউটে গিয়ে খোঁজ খবর করেন কিন্তু সেখানে বৃদ্ধার স্বামীকে পাওয়া যায়নি। তারপর তারা বৃদ্ধাকে থানায় নিয়ে যান। পরে বৃদ্ধার অষ্পষ্ট উচ্চারণের কথা বার্তা থেকে অনেক সময় নিয়ে বৃদ্ধার স্থায়ী ঠিকানা জানা যায় মানিকগঞ্জের সিঙ্গাইর থানাধীন ইসলামপুর গ্রাম।