যমুনা ওয়েব ডেস্কঃ অতিমারি করোনার মধ্যেই এবার আতংক ছড়াচ্ছে কঙ্গো । সেখানে সম্প্রতি এক অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে একের পর এক শিশু । সেখানকার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এরই মধ্যে এই অজানা রোগের শিকার হয়ে মারা গেছে ১৬৫ জন । এদের মধ্যে অধিকাংশ শিশু বলে দাবী করা হয়েছে । এই অজানা রোগ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন বিশেষজ্ঞ মহল ।
অতিমারি করোনার প্রভাবে গত দুই বছর ধরে মৃত্যুর মিছিল দেখেছে গোটা বিশ্ব । গবেষকরা সাবধান বানী দিয়েছেন, করোনার তৃতীয় ঢেউতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ছোট ছোট শিশুদের উপর । এরই মধ্যে কঙ্গো নিয়ে ফের আতঙ্ক শুরু হয়েছে । চলতি বছরের আগস্ট মাস থেকে সেখানে এক অজানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা । জানা যাচ্ছে, কঙ্গোর দক্ষিণ পশ্চিম ভাগে এই অজানা রোগের প্রকোপ সবথেকে বেশি । এখনও পর্যন্ত সেখান থেকে মত ১৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কঙ্গোর স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ১৬৫ জনের মধ্যে বেশিরভাগ শিশু । সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ১ থেকে ৫ বছর বয়সীরা । জানা যাচ্ছে, কঙ্গোর কুইলু প্রদেশের গুঙ্গু শহরে চলতি বছরের আগস্ট মাসে এই রোগের প্রথম আক্রান্ত হবার খবর পাওয়া যায় । এরপর দ্রুত আক্রান্তের সংখ্যা বাড়ছে । কঙ্গোর কুইলু প্রদেশের একজন আঞ্চলিক স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, যে শিশু আক্রান্ত হচ্ছে তাদের শরীরে ম্যালেরিয়ার উপসর্গ দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞ মহলের চিন্তার কারন, এখনও পর্যন্ত আক্রান্ত শিশুদের পরীক্ষা করে এই অজানা রোগের বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি । ফলে এই মুহূর্তে এই অজানা রোগের বিরুদ্ধে কোন প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যাচ্ছে না । কঙ্গোর দক্ষিণ পশ্চিম ভাগে অবস্থিত মুকেদির গ্রামীণ কমিউনিটির প্রধান আলানি জাম্বা সাংবাদিকদের জানিয়েছেন, “মুনেনে এবং কিংজাম্বায় এই রোগে আক্রান্ত হয়ে প্রতি দিনই প্রায় ৪ জন করে শিশু মারা যাচ্ছে। রোগের সঠিক কারণ কি, তা এখনও শনাক্ত হয়নি। খুব শীঘ্রই এই রোগের বিষয়ে গবেষণা শুরু হবে বলে কুইলু প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তরফে জানানো হয়েছে।”