যমুনা বাংলা ওয়েব ডেস্কঃ দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যায় পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলে তা থেকে আগামী কদিনের মধ্যেই ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এটি যেতেপারে ভারতের ওডিশা উপকূলের দিকে। কিন্তু এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা অঞ্চলে।
আরও পড়ুনঃ পাঠাও (pathao) চালকদের কাছ থেকে কম কমিশন নেবে!
ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এবার এর নাম দেবার দায়িত্ব সৌদি আরবের আবহাওয়াবিদের। তারা নাম ঠিক করে রেখেছেন ‘জাওয়াদ’। জাওয়াদ একটি আরবি শব্দ, যার অর্থ হল দয়ালু, উদার।
আবহাওয়া অধিদফতর সূত্র জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এতে আকাশে মেঘের পরিমাণ বেড়ে যেতে পারে। নিম্নচাপটি ৩ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদে রূপ নিতে পারে।