Education

বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের অ্যাসাইনমেন্ট স্থগিত

দিনকাল বাংলাদেশ

গতকাল ২৪ তারিখ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে জানানো হয় ২০২২ সালের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়। এই আদেশ আজ রোববার গণমাধ্যমকে বোর্ডের তরফ থেকে জানানো হয়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (মাউশির) আদেশে বলা হয় ২০২২ সালের এসএসসি ও এইচএসসি অ্যাসাইনমেন্ট কার্যক্রম যা চলমান রয়েছে। এ কার্যক্রম গত জুন মাসের ১৪ তারিখ থেকে চলমান রয়েছে। গ্রেডভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এ প্রর্যন্ত প্রকাশ করা হয়েছে।

মাউশি এর নির্দেশনায় বলা হয়েছে কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সরকার আরোপিত বিধিনিষেধের কারনে অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া স্থগিত থাকবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান আগামি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বর মাসে এইএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশে কোভিডের অতি মহমারী পরিস্থিতি বিবেচনা করে গ্রুপভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ের ওপর অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিখন ফল অর্জনের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের আবশ্যিক ও চতুর্থ বিষয়ের কোনো অ্যাসাইনমেন্ট প্রদান করা হবে না।

মাউশির বিজ্ঞপ্তিতে আরো বলা হয় জেএসসি বা জেসিসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসসিসি এবং এসএসসি বা সমমান পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং এর এইচএসসি সমমান পর্যায়ের নম্বর প্রদান করা হবে। গত ২০২০ সাল থেকে বাংলাদেশে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় সরকারি ভাবে অনলাইন ক্লাস পরবর্তীতে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়। অ্যাসাইনমেন্ট কার্যক্রমের ভিত্তিতে ২০২০ সালের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হয়। যাকে অটো পাস নামে অভিহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *