পর্যাপ্ত নেটওয়ার্ক কাভারেজ নেই কিন্তু গ্রাহক সংখ্যা মাএ ৫৩ লাখ। ১৬ বছরে দেড় হাজার টাকা কোটি
বেশি লোকশান, বড় বিনিয়োগ মিলছে না। তাই ঘুড়িয়ে চলছে টেলিটক
রাষ্ট্রতায়ত এই টেলিটক কোম্পানি কে বাঁচাতে এখনি বিদেশি কোম্পানি বিনিয়োগ সহ অংশীদারত্বে প্রয়োজন, বলছে গবেষণা সংস্থা PRI। GrameenPhone গ্রাহক ৭ কোটি ৯০ লাখ। রবি গ্রাহক ৫ কোটি ৯ লাখ বাংলালিংক ৩ কোটি ৫২ লাখ এই ৩ বেসরকারি কোম্পানির ১৬ কোটি ৫২ লাখ গ্রাহকের বিপরীতে রাষ্ট্রায়ত্ত টেলিটক কোম্পানি। টেলিটক গ্রাহক মাএ ৫৩ লাখের কিছু বেশি। ১৬ বছরেও বাজার অনুযায়ী গ্রাহক বাড়েনি টেলিটক কোম্পানির। কারণ দূর্বল নেটওয়ার্ক। বেসরকারি কোম্পানি তুলনায় অনেক পিছিয়ে রয়েছে টেলিটকের টাওয়ার সংখ্যা। এত কম গ্রাহকের আয় নিয়ে লোকসান চক্র ভাঙ্গতে পাচ্ছে না টেলিটক।মোট লোকসান 1.5 হাজার কোটি টাকার ও বেশি। এভাবে চলতে দেয়ার বিপক্ষে অর্থনিত বিদরা ।২ অর্থ বছর ছাড়া বাকি গুলোতে লোকসান দিয়েছে কোম্পানি টি । এভাবে চলতে দেয়ার বিপক্ষে অর্থনিত বিদরা। ড, আহসান এইচ মনসুর বলেনঃ বিনিয়োগের যে টাকা টি লাগে সব টাকা বাজেট থেকে দিতে হয় প্রতিবছর। বড় বিনিয়োগ মিলছে না তাই ধীর পায়ে এগোচ্ছে টেলিটক বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী