কিছু দিন আগে BTCL এর FB পেইজ থেকে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক লাইভে এসে জানান যে ২৬ মার্চ অলাপ এ্যাপস অনুষ্ঠানিক ভাবে উদ্ভাবন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
কিন্তু অলাপ এ্যাপসটি ২৪ মার্চ প্লেটোরে এসেছে।
সূত্রে জানা গেছে যে; গ্রাহকদের কথা বিবেচনায় রেখে এটা ২৪ মার্চ আগেই রিলিজ করা হয়েছে ।
অলাপ এ্যাপ অশা শুরুতেই বয়কট এর ডাক সবাই এখন ব্রিলিয়ান্ট কানেক্ট, আম্বেয়ার আইটি, ডায়েল এ্যাপস বয়কট করেছেন আনেকেই
সবাই সরকারি আইপি সার্ভিস প্রবাইডার BTCL এর অলাপ এ্যাপস এর দিকে ছুটেছে।
যারা এর আগে ট্রায়েল ভার্সন দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন তাদের নাম্বার ব্লক করে দেওয়া হয়েছে , তারা নতুন নম্বর দিয়ে একাউন্ট খুলে নিন।