পাকিস্তানে চরম উত্তেজনা, কট্টর মুসলিম-পুলিশের সংঘর্ষে মৃত ১০

পাকিস্তানে চরম উত্তেজনা, কট্টর মুসলিম-পুলিশের সংঘর্ষে মৃত ১০

আন্তর্জাতিক দিনকাল

যমুনা ওয়েব ডেস্কঃ কট্টর মুসলিমদের সাথে পুলিশের সংঘর্ষে ফের উত্তাল পাকিস্তানের লাহোর থেকে শুরু করে ইসলামাবাদ। পাকিস্তান সংবাদ মাধ্যমের খবর, সংঘর্ষে ৩ জন পাকিস্তানি পুলিশসহ মারা গেছে কমপক্ষে ১০ জন । এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ২ হাজারেরও বেশি কট্টরপন্থী পাকিস্তানী মুসলিম । বর্তমানে ইসলামাবাদের পরিস্থিতি বেশ উত্তপ্ত ।

জানা গেছে, একাধিক দাবি নিয়ে রাস্তায় নেমেছে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-লব্বায়িক পাকিস্তান (Tehreek-i-Labbaik Pakistan) বা টিএলপি সদস্যরা । যার মধ্যে উল্লেখযোগ্য তেহরিক-ই-লব্বায়িক পাকিস্তানের শীর্ষ নেতা সাদ হুসেন রিজভি জেল থেকে মুক্তির দাবী । এর সাথে তাদের দাবী,  ইসলাম ধর্মের বিরোধী মন্তব্য করায় ফরাসি রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে বের করে দিতে হবে ।

এই ধরনের বিভিন্ন দাবী নিয়ে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-লব্বায়িক পাকিস্তানের সদস্যরা শুক্রবার থেকে বিক্ষোপ শুরু করে। শনিবার লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত পদযাত্রা করে ধর্নায় বসার উদ্যোগ নেয় তারা । মাঝ পথে পুলিশের দ্বারা বাঁধা পাওয়ায়  টিএলপি সদস্যরা ক্ষেপে যায় । সেই সময় পুলিশের সাথে প্রবল সংঘর্ষ বাঁধে তাদের । শেষ সংবাদ পাওয়া পর্যন্ত এই ঘটনায় ৩ জন পুলিশ কর্মী এবং  ৭ জন টিএলপি সদস্যের মৃত্যু হয়েছে ।

পাকিস্তানী সংবাদ সংস্থা পিটিআইকে দলীয় নেতা ইবন-ই-ইসমাইল জানান, ‘পুলিশের গুলিতে সাত টিএলপি সদস্যের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিত্‍সাধীন অন্তত ২০০ জন।  তাদের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানো, অপহরণ, খুন, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ‘ টিএলপি নেতাদের দাবি, পুলিশের মারেই তাদের কর্মী-সমর্থকদের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরে পাকিস্তানে উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে । এদিকে পাকিস্তান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার জানিয়েছেন, পুলিশ কর্মীদের হত্যার জন্য যারা দায়ী, তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। কাউকে রেয়াত করা হবে না্। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *