যমুনা ওয়েব ডেস্কঃ গ্যাজেট অ্যান্ড গিয়ার জানিয়েছে, বাংলাদেশে আইফোন ১৩ সিরিজের চারটি ফোন বিক্রি হবে । দেশের বাজারে সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন আইফোন ১৩ র ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ২৪ কিস্তিতে মুল্য পরিশোধ করার সুযোগ দিচ্ছে। এই ক্ষেত্রে কোন অতিরিক্ত সুদ দিতে হবে না । প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা এই কিস্তির সুবিধা পাবেন।
আজ বৃহস্পতিবার, ২৮ শে অক্টোবর, থেকে গোটা বাংলাদেশের গ্যাজেট অ্যান্ড গিয়ারের সকল শোরুমে পাওয়া যাবে আইফোন ১৩ সিরিজের আইফোন ১৩ মিনি, আইফোন১৩, আইফোন১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স।বাংলাদেশের টাকায়, আইফোন ১৩ মিনি এর দাম ১ লাখ ৩ হাজার ৯৯৯ টাকা (১২৮ জিবি), আইফোন ১৩ এর দাম ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা (১২৮ জিবি) ও ১ লাখ ৩৩ হাজার ৪৯৯ টাকা (২৫৬ জিবি), আইফোন ১৩ প্রো এর দাম ১ লাখ ৪৭ হাজার ৯৯৯ টাকা (১২৮ জিবি) ও ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা (২৫৬ জিবি) ও আইফোন ১৩ প্রো ম্যাক্স এর দাম ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা (১২৮ জিবি) ও ১ লাখ ৭৬ হাজার ৯৯৯ টাকা (২৫৬ জিবি)।
গ্যাজেট অ্যান্ড গিয়ারের তরফ থেকে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম শিমু জানান, শূণ্য শতাংশ ইন্টারেস্টে ২৪ মাসের ইএমআই সুবিধায় আগ্রহীরা আইফোন কিনতে পারবেন। ব্যাংক ভেদে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগও রয়েছে। এছাড়াও ১৬ হাজার পর্যন্ত রিওয়ার্ড পয়েন্ট অথবা জিএন্ডজি গিফট, এক্সচেঞ্জ বা ট্রেড-ইন সুবিধা এবং বিটিআরসি অনুমোদিত এক বছরের অফিসিয়াল ওয়্যারেন্টি পাওয়া যাবে।
আইফোন ১৩ সিরিজটিতে যে পরিবর্তনগুলি আনা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য, ডিসপ্লেগুলোতে প্রোমোশন সহ সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে, যার মোট রেজুলিউশন ২৭৭৮ x ১২৮৪ এবং ৪৬০ পিপিআই । এছাড়া রাতে ছবি তোলার জন্য আল্ট্রা-ওয়াইড ক্যামেরা অ্যাপারচার এফ২.৪ থেকে কমিয়ে এফ১.৮-এ আনা হয়েছে। থাকছে, ১৩ সিরিজের প্রতিটি সংস্করণে রয়েছে ১২ মেগাপিক্সেল ট্রু-ডেপ্থ ক্যামেরা, ১২ মেগাপিক্সেল টেলিফোটো, ৬০এফপিএস-এ ৪কে এইচডিআর ভিডিও রেকর্ডিং, ৫জি সাপোর্টেড এ১৫ বায়োনিক চিপসেট ।