জি বাংলার ( Zee Bangla) জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান সা রে গা মা তে অংশ গ্রহণ করে বিখ্যাত হওয়া নোবেল একের পর এক বিতর্ক সৃষ্টি করে ছলেছেন। বিতর্কিত কর্মকাণ্ড করাই যেন তার নেশা। পরিচিতি পাওয়ার পর ইতিবাচক আলোচনা যত না থেকেছেন তার থেকে অনেক বেশি থেকেছেন নেতিবাচক আলোচনায়।
বিতর্কিত কর্মকাণ্ড এর অভিযোগ যেন বলে শেষ করা যাবে না। সনামধন্য শিল্পীদের নিয়ে কটূক্তি, মেয়েলি ঘটনা, জাতীয় সঙ্গীত অবমাননা তার বিরুদ্ধে যেন অভিযোগের ‘স্তুপ’ সাজানো যাবে। বলছিলাম মাইনুল আহসান নোবেলের কথা।
বুধবার (২৫ আগস্ট) নোবেল একটি ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখায় যে তিনি দুর্গম পার্বত্য অঞ্চলে নাফাকুম জলপ্রপাতের পাশে একজন মহিলার সাথে বসে আছেন এবং দৃশ্যত এক ধরণের নেশা করছেন। তিনি ঠিক কি করছিলেন তা নয়, কিন্তু অনেকে মনে করেন তিনি গাঁজা সেবন করছেন। কিন্তু ওই মহিলা তার সালসাবিল নন। এটা তার স্ত্রী সালসাবিল নিশ্চত করেছেন।
তিনি বান্দরবানে গার্ডেন সিটি নামের আবাসিক হোটেলে অবস্থান করেন এবং হোটেলে ওই নারীকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেন। গার্ডেন সিটি হোটেল সূত্রে জানা যায় তিনি মধ্যরাতে হোটেলের ড্রয়িং রুমে এসে মাতাল হয়ে চিৎকার করতে থাকেন। হোটেল কর্তৃপক্ষ তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। হোটেলে অন্য অতিথি তাকে থামানোর চেষ্টা করলে নোবেল তাদের অপমান করে। পরে গার্ডেন সিটি আবাসিক হোটেলের মালিক মো. জাফর বাধ্য হয়ে পুলিশকে বিষয়টি অবগত করেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন “আমরা হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পেয়েছি। এরপর বিষয়টি তদন্ত করে দেখছি।“