বর্তমান সময়ে মোবাইল ফোন এর চার্জ নিয়ে দুশ্চিন্তা নেই এমন কাউকে মনে হয় পাওয়া যাবে না। অল্প বাজেটের মধ্যে সম্প্রতি বড় ব্যাটারির এ১৬ ফোন বাজারে এনেছে অপো (Oppo)। অপো এ১৬ ( Oppo A16 ) ৫০০০ এমএএইচ এর বড় ব্যাটারির সাপোর্ট করে। ই ন্টারনেট ব্রাউজ, গেম খেলা, ছবি তোলা, ভিডিও দেখা, কথা বলা সবই করা যাবে এক চার্জেই। ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব দেখা সম্ভব একবার চার্জ দিয়ে। এমনকি সুপার পাওয়ার মোড থাকার কারণে ৫% চার্জ অবশিষ্ট থাকলেও প্রায় ২ ঘণ্টা কথা বলা যাবে।
ইউএসবি টাইপ সি দিয়ে চার্জ করার সুবিধা রাখা হয়েছে অপো এ১৬ ( Oppo A16 )। ফলে চার্জ হবে দ্রুত। অপো এ১৬ ( Oppo A16 ) মোবাইল সেটে নাইট চার্জ মোড আছে ফলে রাতে নিশ্চিন্তে ফোন চার্জ দিয়ে রাখা যাবে। ওভারচার্জিং বা ফোন গরম হওয়ার কোন ভয় নেই। একটি ফ্লাগশিপ ফোনের যেসব সাধারণত থাকে তার প্রায় সব সুবিধাই রয়েছে স্বল্প বাজেটের ( Oppo A16 ) ফোনটিতে।
আরও পড়ুনঃ গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের স্ত্রীর সাথে প্রেমের খবর : বন্ধুত্ব ভাঙ্গল ইলন মাস্কের
এ সিরিজের সর্বশেষ সংস্করণ এ১৬ ( Oppo A16 ) ফোনটিতে রিয়্যার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। বাকি দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল করে আছে ট্রিপল ক্যামেরা। সেলফি প্রিয়দের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তাছাড়া আছে ম্যাক্রো লেন্স, স্টাইলিশ অ্যান্ড স্লিক ডিজাইন, সাইড মাউনটেন্ড সেন্সর, বড় পর্দাসহ প্রায় সবরকম প্রিমিয়াম সুবিধা।
শক্তিশালী মিডিয়াটেকহেলিও চিপসেটের ফোনটিতে রয়েছে ৩জিবি র্যাম ও ৩২ জিবি রম। স্মার্ট ডিজাইনের এ১৬ ( Oppo A16 ) ফোনের আরেকটি বিশেষত্ব সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা ভিন্নরকম অনুভূতি দেবে। এটি দিয়ে হাতের ছোঁয়ায় মুহুর্তেই আনলক করা যাবে। হালকা-পাতলা গড়নের ফোনটির ওজন মাত্র ১৯০ গ্রাম।
আরও পড়ুন- সেরা আর্টিকেল লেখার নিয়ম – লেখার সময় কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হয়!
সম্প্রতি ফোনটি বাজারে বাংলাদেশের বাজারে আসার পর থেকে ভালো সাড়া পড়েছে বলে জানিয়েছে অপো। অপো জানিয়েছে, খুব অল্প সময়ে সব শ্রেণীর গ্রাহকের মন জয় করে নিয়েছে ফোনটি। ফোনটির বাজার মুল্য ধরা হয়েছে ১৩ হাজারে আশেপাশে।