বসুন্ধরা এলপিজির বিকল্প জ্বালানি হিসেবে আন্তর্জাতিক অর্জন

দিনকাল বাংলাদেশ

বাংলাদেশে যত দিন যাচ্ছে প্রাকৃতিক গ্যাসের মজুদ নিয়ে ততো দুশ্চিতা বাড়চ্ছে। তারই ধারাবাহিকতই দেশে অনান্য বিকল্প জ্বালানির ব্যবহার বাড়চ্ছে। তার মধ্যে ‘এলপিজি’ (LPG) অন্যতম। বার্ষিক ১,২ মিলিয়ন মেট্রিক টন আমদানির মাধ্যমে প্রায় ২০ টি বেসরকারি কোম্পানি স্থানীয় এলপিজি বাজারে ৯৫% এরও বেশি বাজার অংশীদারিত্ব করে । যারা এই কাজ গুলি করছেন তার মধ্যে বসুন্ধরা অন্যতম। এরই মধ্যে  ‘বিকল্প জ্বালানি’(Alternative fuels)  নিশ্চিত করতে ধারাবাহিক প্রচেষ্টার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা এলপিজি (LPG)।

যুক্তরাজ্যভিত্তিক অর্থনীতি সাময়িকী ‘বিজনেস ট্যাবলয়েড’ সম্প্রতি বসুন্ধরা এলপি  (LPG) গ্যাস কোম্পানিকে  ‘বেস্ট এলপি গ্যাস কোম্পানি’ হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করেছে। প্রতি বছর এই অ্যাওয়ার্ড প্রদান করে লন্ডনভিত্তিক এই অনলাইন সংবাদ ম্যাগাজিন নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের।

আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান  সব ভোক্তা, বিক্রেতা, পরিবেশকসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আহ্বান জানান এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে আরও দৃঢ়তার সঙ্গে সবাইকে একযোগে কাজ করার। বিগত ২০ বছর ধরে, রান্নার বিকল্প জ্বালানি সরবরাহে হাজার কোটি টাকা বিনিয়োগ এবং প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান করেছে বসুন্ধরা।

বসুন্ধরা এলপি গ্যাসের বিক্রয় প্রধান জাকারিয়া জালাল বলেন, বাংলাদেশ এবং বিশ্বব্যাপী বসুন্ধরা এলপি গ্যাসের ব্র্যান্ডকে শক্তিশালী করার স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিফলনেই এই আন্তর্জাতিক স্বীকৃতি। প্রতিফলিত করে। গত ২০ বছর ধরে “সেরা ব্র্যান্ড এবং সুপার ব্র্যান্ড” সুপারব্র্যান্ড’ স্বীকৃতি পাওয়া বসুন্ধরা এলপি গ্যাসের অর্জনে এবার যুক্ত হলো ‘বিজনেস ট্যাবলয়েডের  ‘বেস্ট এলপি গ্যাস কোম্পানি’অ্যাওয়ার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *